সূত্রের খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
এই প্রথম সামনে এল সন্দেহভাজন সন্ত্রাসীর প্রথম ছবি। জঙ্গি বলে সন্দেহ ওই ব্যক্তিকে এ কে সিরিজের অ্যাসল্ট রাইফেল হাতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, এই ব্যক্তি জঙ্গিদেরই একজন৷
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা কেটে গিয়েছে৷ মনে করা হচ্ছে এখনও আশপাশের জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে৷ তাদের খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জম্মু ও কাশ্মীরে৷ আজ, বুধবার আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাওয়ার কথা তাঁর৷ এছাড়া আকাশপথে ঘটনাস্থলও পরিদর্শন করবেন তিনি।
সৌদি সফর কাটছাঁট করে দিল্লিতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরবর্তী পদক্ষেপ স্থির করতে উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন৷
আরও পড়ুন– ‘উই ওয়ান্ট জাস্টিস…’ জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রের খবর, স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন। ঘটনাচক্রে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌদি আরব সফরের সময়টিকেই হামলার জন্য বেছে নিয়েছে সন্ত্রাসবাদীরা। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।
