ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাস! দূষণে জেরবার রাজধানী... এয়ার কোয়ালিটি ইনডেক্স নিয়ে বাড়ছে চিন্তা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
SAFAR অনুসারে, রবিবারের গড় AQI ৩৯২, সোমবার ৩৪৭-এর সামান্য কম।
advertisement
1/5

দিল্লির বাতাসের দম বন্ধ হয়ে যাওয়া যেন অব্যাহত রয়েছে। রাজধানীতে গড় বায়ু মানের সূচক (AQI) ৩৪৭ রেকর্ড করা হয়েছে। ক্রমবর্ধমান দূষণের মধ্যে শহরজুড়ে ঘন ধোঁয়াশাও ছড়িয়ে পড়েছে।
advertisement
2/5
রবিবার সকাল থেকে দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রবিবার ভোরে দিল্লির বাতাসের গড় গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৩৯২।
advertisement
3/5
কোনও কোনও এলাকায় সেই মান ৪০০-ও ছাড়িয়ে গিয়েছে। সেই আবহে রবিবার বিক্ষোভ দেখান দিল্লিবাসী। নয়াদিল্লির ডিসিপি দেবেশকুমার মাহলা জানিয়েছেন, পূর্ব অনুমতি না থাকা সত্ত্বেও বিক্ষোভ দেখানোর জন্য কয়েক জনকে আটক করেছে পুলিশ।
advertisement
4/5
SAFAR অনুসারে, রবিবারের গড় AQI ৩৯২, সোমবার ৩৪৭-এর সামান্য কম। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) এর সাব-কমিটি সন্ধ্যায় বায়ু মানের পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক করে।
advertisement
5/5
প্যানেল অনুসারে, সকাল ১০টায় দিল্লির ঘণ্টায় গড় AQI ছিল ৩৯১। কিন্তু বিকেল ৪টায় তা ৩৭০, বিকেল ৫টায় আরও ৩৬৫-এ পৌঁছয়। বাতাসের দূষণ কীভাবে কমানো যায়, তা নিয়ে চিন্তায় দিল্লির সরকার। সরকারি কাজের সময় বদলে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।