TRENDING:

Adieu to a friendly sparrow : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে

Last Updated:

Adieu to a friendly sparrow : পাখিটিকে সমাধিস্থ করার পর তাঁর স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ৷ অশৌচের এগারো দিন পর সব নিময় পালন করে গ্রামবাসীরা একত্রিত হন এক জায়গায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিক্কাবল্লাপুর : প্রতিদিন নিয়ম করে গ্রামের প্রতিটি বাড়িতে ছোট্ট চড়াইটি আসত৷ গ্রামবাসীদের সঙ্গে মিতালি পাতিয়েছিল সে৷ গত ২৬ জানুয়ারি একরত্তি বন্ধুকে মৃত অবস্থায় পড়ে দেখেন কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাসবপাটনা গ্রামের বাসিন্দারা৷ তাঁরা ঠিক করেন, সব রীতি মেনে খুদে পাখিটির শেষকৃত্যের ব্যবস্থা করা হবে৷ (Karnataka villagers bid adieu to a friendly sparrow)
Karnataka villagers bid adieu to a friendly sparrow
Karnataka villagers bid adieu to a friendly sparrow
advertisement

পাখিটিকে সমাধিস্থ করার পর তাঁর স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ৷ অশৌচের এগারো দিন পর সব নিময় পালন করে গ্রামবাসীরা একত্রিত হন এক জায়গায়৷ শ্রদ্ধা সম্মানের সঙ্গে শেষ বিদায় জানানোর পর আয়োজন করা হয় খাওয়া দাওয়ার-ও৷ সেখানে ছিল আমিষ খাবার৷ চড়াইয়ের জন্য প্রার্থনাতেও সামিল হন গ্রামের মানুষ৷

আরও পড়ুন : রতন টাটার সাক্ষাৎকারের সময় তাঁর বন্ধু চতুষ্পদ গোয়া আগাগোড়া শান্ত হয়েই বসে রইল

advertisement

আরও পড়ুন : পুলিশের দ্বারস্থ, ফেসবুকে ৫০০০ টাকার ইনাম ঘোষণা, অবশেষে ‘অপহৃত’ পোষ্য ফিরল ঘরে

আরও পড়ুন : লোকের বাড়িতে ঢুকে পড়া বিষধর কোবরাকে অনায়াসে বন্দি করলেন প্রমীলা বনকর্মী, দেখুন রোমহর্ষক ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

একটি মণ্ডপ তৈরি করা হয়৷ সেখানে চড়াইয়ের ছবি দিয়ে টাঙানো হয়েছিল একটি রঙিন ব্যানার৷ অতিমারির ধূসর দিনগুলিতে ওই পাখিই ছিল তাদের আনন্দের উৎস-এ কথা বার বার মনে ঘুরে ফিরে আসে গ্রামের বাসিন্দাদের স্মৃতিচারণায়৷ ওই গ্রামের বাসিন্দা সবিতা রায়ান্নার কথায়, ‘‘ রোজ সকালে আমার বাড়ির বারান্দায় এসে বসত পাখিটি৷ ওকে দেখে আমি বুঝতে পারতাম সকাল আটটা বেজেছে৷ একমুঠো শস্য রেখে দিতাম ওর জন্য৷ ও খুঁটে খুঁটে প্রত্যেকটা দানাশস্য খেত, তার পর উড়ে যেত নিজের ঠিকানায়৷ এমনকি, বাড়িতে আত্মীয়স্বজনরা এলে তাঁরাও ওই ছোট্ট প্রাণীটাকে ভালবাসতেন৷ আমার বাচ্চারা ওর অপেক্ষায় বসে থাকত৷ ও জন্য আমাদের সকালগুলো মধুর হয়ে উঠত৷ ওকে আমরা মিস করব আগামী দিনগুলিতে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Adieu to a friendly sparrow : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল