TRENDING:

Karnataka Assembly Election Result: কর্ণাটকের ভোটে বিজেপির সঙ্গে হেরেছে তাদের বন্ধুরাও! কাকে ইঙ্গিত করলেন রাহুল

Last Updated:

Karnataka Assembly Election Result: কংগ্রেসের সাফল্যের পরেই ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: কর্ণাটকে বিপুল সাফল্য পেয়েছে কংগ্রেস। ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে রয়েছে কংগ্রেস শিবির। ৬৪টি আসন পেয়ে পিছিয়ে রয়েছে বিজেপি। এদিন কংগ্রেসের সাফল্যের পরেই ট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি বলেন, “গরিবের শক্তি বিজেপির পুঁজিপতি মিত্রদের শক্তিকে হারিয়েছে।”
কাকে ইঙ্গিত করলেন রাহুল
কাকে ইঙ্গিত করলেন রাহুল
advertisement

এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধি বলেন, “কর্ণাটকের কংগ্রেসের সমস্ত নেতাকে শুভেচ্ছা জানাই। কর্ণাটকের ভোটে একদিকে সাধারণ মানুষের শক্তি ছিল, আর সেই শক্তিতেই জিতে গেছি। এটাই এখন সব রাজ্যে হবে। কর্ণাটক গরিবদের পক্ষে লড়াই করেছে। গরিবদের সঙ্গে থেকেছে। কর্ণাটকের জনগণ আমাদের দেখিয়েছেন, যে এই দেশের মানুষ ভালবাসার পক্ষে রায় দিয়েছেন।”

advertisement

রাহুল গান্ধি আরও বলেন, “কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ। এখন ভালবাসার সময় শুরু হল। এটা সত্যের জিত। এটা কর্ণাটকের জনগণের জয়। কর্ণাটকে বিধানসভার প্রচারে আমরা জনগণের কাছে ৫টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ৫টা প্রতিশ্রুতি পূরণ করব।”

advertisement

এদিন ফলাফলে উচ্ছ্বসিত হয়ে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন, “আমরাও ১৩০ আসন অতিক্রম করব, এটা কংগ্রেসের বড় জয়। কর্ণাটকের মানুষ পরিবর্তন চেয়েছিল, কারণ তারা বিজেপি সরকারের উপর বিরক্ত। অপারেশন লোটাসে বিজেপি অনেক টাকা খরচ করেছে। রাহুল গান্ধির পদযাত্রা দলের কর্মীদের উৎসাহিত করতেও সাহায্য করেছিল। এই নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি আশা করি সমস্ত অ-বিজেপি দলগুলি একত্রিত হবে এবং দেখবে যে বিজেপি পরাজিত হয়েছে। আমিও আশা করি রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।”

advertisement

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই কর্ণাটকে বাজিমাত কংগ্রেসের? এক ঘোষণাতেই কুপোকাত বিজেপি

আরও পড়ুন,  ‘বিজেপি কিন্তু বিধায়কদের টানার চেষ্টা করবে,’ আগের ঘটনা কংগ্রেসকে বললেন কমলনাথ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সিদ্দারামাইয়া বলেন, “এটি নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডার বিরুদ্ধে ম্যান্ডেট। প্রধানমন্ত্রী ২০ বার কর্ণাটকে এসেছেন। অতীতে কোনও প্রধানমন্ত্রী এভাবে প্রচার করেননি।” কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। তাঁর দাবি এই ফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি এবং নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Assembly Election Result: কর্ণাটকের ভোটে বিজেপির সঙ্গে হেরেছে তাদের বন্ধুরাও! কাকে ইঙ্গিত করলেন রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল