মোট ২২৪টি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ হবে এই দফায়। ভোটের গণনা ১৩ মে, শনিবার। এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার। মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।
এবারও মূলত ত্রিমুখী হতে চলেছে কর্ণাটকের ভোটের লড়াই। কর্ণাটকের শাসকদল বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি(এস)-এর মধ্যে।
আরও পড়ুন: ফুলে ফুলে ঢাকা রাজপথে জমজমাট রোড শো! ভোটের কর্ণাটকে মোদির নিশানায় সেই গান্ধিরাই
এদিন সকাল ৬টা বেজে ৫৬ মিনিটে কর্ণাটকের মানুষকে গণতন্ত্রের এই উৎসবে শামিল হওয়ার আবেদন জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশেষ আবেদন জানিয়েছেন তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের৷ ট্যুইট করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও৷
এদিন সকাল সকালই ভোট দিয়ে ফেলেছেন কর্ণাটকের একাধিক নামী মুখ৷ শিখরপুর বিধানসভাকেন্দ্রে ভোট দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা৷ এই কেন্দ্র থেকেই লড়ছেন তাঁর ছেলে বি ওয়াই বিজয়েন্দ্র৷ এদিন ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, তাঁর আশা, তাঁর ছেলে এই কেন্দ্র থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতবে৷
বিদারের ভালকি কেন্দ্রে সস্ত্রীক ভোট দিয়েছেন কর্ণাটক কংগ্রেসের কার্যকরী সভাপতি ঈশ্বর খান্ড্রে৷ ভোট দিয়েছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়াণা মূর্তি৷ ভোট দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণও। শিঙ্গাও কেন্দ্রে ভোট দেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
আগামী শনিবার ভোটগণনা৷ ২২৪ আসনের বিধানসভায় মেজরিটি মার্ক ১১৩৷