TRENDING:

Karnataka Ajji donates land worth 1 crore: স্কুল নেই গ্রামে, ১ কোটি টাকার জমি দান করলেন কচিকাঁচাদের 'আজ্জি' এই বৃদ্ধা

Last Updated:

Ajji donates land worth 1 crore for school: উজ্জ্বল এই বৃদ্ধা বলেন, “পেট চালানোর আমার খাবার দরকার, যেটা আমি পেয়েই যাই। টাকা নিয়ে কী করব? বাচ্চাগুলো তো আমাকে আজীবন মনে রাখবে। রাখবে না?”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কর্নাটক: সে অনেক অনেক কাল আগের কথা। কিশোরী বেলাতেই বিয়ে করে কর্নাটকের হাভেরি জেলার এক প্রান্তে ছোট্ট গ্রাম কুনিকেরি (Kunikeri Villege Karnataka) গ্রামে এসেছিলেন হুচ্চাম্মা চওদ্রি (Huchchamma Chowdri)। কুনিকেরি বাসাপ্পা চওদ্রি আর হুচ্চাম্মা, দুই স্বামী স্ত্রী মিলেই গ্রামের জমিতে কাজ করতেন (Karnataka Ajji)। নিঃসন্তান। ৩০ বছর হয়ে গেল মারা গিয়েছেন বাসাপ্পা। আর হুচ্চাম্মা? নিজের গল্প অন্যভাবে লিখেছেন বছর পঁচাত্তরের এই বৃদ্ধা। নিজের ২ একর জমিই দান করে দিয়েছেন হুচ্চাম্মা। যাতে গ্রামের কচিকাঁচা বাচ্চাদের জন্য স্কুল গড়ে ওঠে (Karnataka Ajji donates land worth 1 crore)।
ওই স্কুলেই মিড ডে মিল রাঁধেন এই বৃদ্ধা
ওই স্কুলেই মিড ডে মিল রাঁধেন এই বৃদ্ধা
advertisement

আরও পড়ুন- উত্তরপ্রদেশে মহিলাদের ভোট পেতে গ্রামে 'মহিলা চৌপাল' আর কীর্তনের আয়োজন বিজেপির

স্বামীর মৃত্যুর পর একেবারেই একা হয়ে গিয়েছিলেন হুচ্চাম্মা। নিজেদের জমিতে কাজ করে নিজের জীবন চলে যেত ঠিকই কিন্তু জীবনকে যাপন করা হত না। কিছুকাল আগে হুচ্চাম্মা জানতে পারেন কর্নাটক সরকার জমি খুঁজছে গ্রামের বাচ্চাদের জন্য স্কুল তৈরি করবে বলে। গ্রামের বাচ্চাদের পড়াশোনা যাতে নিশ্চিত হয় তাই নিজের ২ একরের অর্ধেক জমি সরকারকে দান করে দেন এই বৃদ্ধা (Old lady donates land for school)। ফের কিছুকাল পরে তিনি দেখেন সরকার স্কুলের কাছাকাছি আরেকটি জায়গা খুঁজছে যেখানে বাচ্চাদের খেলার মাঠ তৈরি করা যাবে। নিজের জীবনের শেষ সম্পদ, বাকি এক একর জমিটিও দান করে দেন হুচ্চাম্মা (Karnataka Ajji)।

advertisement

বর্তমানে ওই স্কুলেই চাকরি করছেন হুচ্চাম্মা, বাচ্চাদের জন্য মিড-ডে-মিলের রান্না করেন। স্কুল যখন বন্ধ থাকে তখন অন্যের জমিতে মজুরি করেন। “আমি নিজে কোনও সন্তানের জন্ম দিইনি। কিন্তু এই সব বাচ্চারা আমাকে আজ্জি (ঠাকুমা) বলে ডাকে (Karnataka Ajji)। ৩০০ জন বাচ্চা এখানে রোজ খায়, ওদের খাওয়াতে পেরে ভালো লাগে। একজন দু’জন বাচ্চার জন্ম দিয়ে কী হবে যখন ৩০০ জনকেই নিজের বাচ্চা বলে ডাকতে পারা যায়!” বলেন হুচ্চাম্মা।

advertisement

আরও পড়ুন- "৩২ টার মধ্যে ২৮ টাই ভুলে গেছো", জন্মদিনে প্রয়াত ইরফানকে মন কেমনের চিঠি সুতপার

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

গ্রামবাসীরা জানিয়েছেন, যতটা পরিমাণে জমি হুচ্চাম্মা দান করেছেন (Karnataka Ajji donates land worth 1 crore) বর্তমানে তার বাজার দর কমপক্ষে এক কোটি টাকা। এত টাকার কথা কি আদৌ জানতেন হুচ্চাম্মা? জিজ্ঞেস করা হলে উজ্জ্বল এই বৃদ্ধা বলেন, “পেট চালানোর আমার খাবার দরকার, যেটা আমি পেয়েই যাই। টাকা নিয়ে কী করব? বাচ্চাগুলো তো আমাকে আজীবন মনে রাখবে। রাখবে না? এটাই অনেক।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Ajji donates land worth 1 crore: স্কুল নেই গ্রামে, ১ কোটি টাকার জমি দান করলেন কচিকাঁচাদের 'আজ্জি' এই বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল