শনিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে সোনিয়া জানালেন, ‘‘মনরেগাকে দুর্বল করে মোদি সরকার দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক ও ভূমিহীন মানুষের স্বার্থে আঘাত করেছে। তাঁর অভিযোগ, গত ১১ বছরে কেন্দ্র গ্রামীণ দরিদ্রদের স্বার্থ উপেক্ষা করেছে।’’
advertisement
‘‘২০ বছর আগে, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন সংসদে সর্বসম্মতিতে এমজিএনরেগা আইন পাস হওয়ার দিনটি তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, এটি ছিল “একটি অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ”, যা বঞ্চিত, শোষিত ও সমাজের সবচেয়ে দরিদ্র মানুষের জীবিকার মাধ্যম হয়ে উঠেছিল’’, ওই ভিডিও বার্তায় জানালেন সোনিয়া৷
“কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্প্রতি সরকার এমজিএনরেগার উপর বুলডোজার চালিয়েছে। শুধু মহাত্মা গান্ধীর নামই সরানো হয়নি, কোনও আলোচনা ছাড়াই, কারও সঙ্গে কোনও পরামর্শ না করে, বিরোধীদের আস্থায় না নিয়েই মনরেগার রূপ ও কাঠামো ইচ্ছামতো পরিবর্তন করা হয়েছে,” অভিযোগ করেন কংগ্রেস নেত্রী।
