এক্স হ্যান্ডেলে বাংলাদেশে দিপু চন্দ্র দাসের খুনের কথা উল্লেখ্য করে একটি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা৷ কংগ্রেস নেত্রী ওই পোস্টে বাংলাদেশে চলতে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টিকে কেন্দ্র সরকারকে বিশেষ আলোকপাত করতে অনুরোধ জানিয়েছেন৷ ওই পোস্টে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে “চরমভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ্য প্রিয়ঙ্কার৷ ধর্ম, জাত বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ, লিখেছেন তিনি৷
advertisement
প্রসঙ্গত, ময়মনসিংহ জেলার ভালুকা এলাকার তরুণ গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে বৃহস্পতিবার রাতে একদল উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশের মতে, রাত প্রায় ৯টার দিকে এই ঘটনা ঘটে। ঝুলিয়ে দেওয়া হল নগ্ন করে…তারপর বীভৎস দৃশ্য৷ সবটাই ক্যামেরাবন্দি হল উপস্থিক দর্শকদের মোবাইল ফোনে৷ নতুন করে উত্তপ্ত বাংলাদেশে সংখ্যালঘু তরুণের মৃত্যুর ঘটনা ঘিরে নিন্দায় তোলপাড় হয়েছে এপাড় বাংলাও৷ শনিবার দীপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ৷
পুলিশ জানায়, দাসকে বেঁধে মারধর করে হত্যা করা হয় এবং পরে তার দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজন তার পরিচিত ছিল বলেও জানানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় এই হত্যাকাণ্ড আরও মর্মান্তিক হয়ে উঠেছে। ভালুকার পুলিশ আধিকারিক রিপন মিঞা সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‘বৃহস্পতিবার, রাত ৯টা নাগাদ, উন্মত্ত জনতা ওঁকে (দীপু) পিটিয়ে মারে৷ তারপর তাঁর দেহতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷’’
