TRENDING:

Priyanka Gandhi: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর

Last Updated:

Priyanka Gandhi: বাংলাদেশে বিপদের মধ্য রয়েছেন সংখ্যালঘুরা৷ কেন্দ্র সরকারকে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলাদেশে বিপদের মধ্য রয়েছেন সংখ্যালঘুরা৷ কেন্দ্র সরকারকে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে অনুরোধ জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷ দিপু চন্দ্র দাসের নির্মম হত্যার কথা উল্লেখ্য করে প্রিয়ঙ্কার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনা করুক দিল্লি৷
বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর   (Image: Reuters/File)
বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর (Image: Reuters/File)
advertisement

এক্স হ্যান্ডেলে বাংলাদেশে দিপু চন্দ্র দাসের খুনের কথা উল্লেখ্য করে একটি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা৷ কংগ্রেস নেত্রী ওই পোস্টে বাংলাদেশে চলতে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টিকে কেন্দ্র সরকারকে বিশেষ আলোকপাত করতে অনুরোধ জানিয়েছেন৷ ওই পোস্টে দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে “চরমভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ্য প্রিয়ঙ্কার৷ ধর্ম, জাত বা পরিচয়ের ভিত্তিতে বৈষম্য ও সহিংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ, লিখেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন: শুধু ডিসেম্বর শেষের অপেক্ষা…জানুয়ারির শুরুতেই দেবগুরুর গোচর! ‘২৬ সালে ৬ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকাপয়সা, সোনাদানায় মুড়বে কপাল

প্রসঙ্গত, ময়মনসিংহ জেলার ভালুকা এলাকার তরুণ গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে বৃহস্পতিবার রাতে একদল উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশের মতে, রাত প্রায় ৯টার দিকে এই ঘটনা ঘটে। ঝুলিয়ে দেওয়া হল নগ্ন করে…তারপর বীভৎস দৃশ্য৷ সবটাই ক্যামেরাবন্দি হল উপস্থিক দর্শকদের মোবাইল ফোনে৷ নতুন করে উত্তপ্ত বাংলাদেশে সংখ্যালঘু তরুণের মৃত্যুর ঘটনা ঘিরে নিন্দায় তোলপাড় হয়েছে এপাড় বাংলাও৷ শনিবার দীপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

পুলিশ জানায়, দাসকে বেঁধে মারধর করে হত্যা করা হয় এবং পরে তার দেহে আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজন তার পরিচিত ছিল বলেও জানানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় এই হত্যাকাণ্ড আরও মর্মান্তিক হয়ে উঠেছে। ভালুকার পুলিশ আধিকারিক রিপন মিঞা সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘‘বৃহস্পতিবার, রাত ৯টা নাগাদ, উন্মত্ত জনতা ওঁকে (দীপু) পিটিয়ে মারে৷ তারপর তাঁর দেহতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল