অনন্তের উদ্যোগে খুশি করণ জোহর। পশুপাখিদের স্বার্থে এ হেন পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন পরিচালক। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ‘বনতারা’ নিয়ে নিজের আবেগের ঝুলি উপুড় করেছেন করণ। তিনি জানিয়েছেন, অনন্তের প্রকল্প শুধু প্রাণীদের উদ্ধার এবং চিকিৎসাই নয় বরং তাদের সর্বোত্তম পুনর্বাসনের লক্ষ্যেও চালিত। তিনি লেখেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের সদ্য চালু হওয়া বনতারা প্রোগ্রামটির লক্ষ্য ভারতে এবং বিদেশের আহত, নির্যাতিত প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন এবং পুনর্বাসন৷ আপনার এই উদ্যোগের প্রতি আরও ভালবাসা এবং সমর্থন রইল– বন্যপ্রাণীদের এই নিরাপদ স্থান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’
advertisement
আরও পড়ুন: বার্মিজ পাইথনের সফল অপারেশন ‘বনতারা’-য়, চলছে অস্ত্রোপচার পরবর্তী যত্নআত্তি
আরও পড়ুন: গভীর ক্ষত সারিয়ে মোতিপ্রসাদের বেঁচে ওঠার গল্প তৈরি হল ‘বনতারা’য়
অনন্তের প্রকল্পে হাতিদের দেখভালের জন্য বিশিষ্ট ডাক্তার, জীববিজ্ঞানী, প্যাথলজিস্ট, পুষ্টিবিদ-সহ ৫০০ জনের বিশেষ প্রশিক্ষিত পেশাদারদের একটি দল রয়েছে। পাশাপাশি বন্যপ্রাণীদের জন্য হাইড্রোথেরাপি পুল, জলাশয়, আকুপাংচার, হাইপারবারিক অক্সিজেন থেরাপি এবং লেজার থেরাপি থেকে অতীতের ক্ষত এবং প্রচলিত রোগ থেকে নিরাময়ের জন্য, বড় থেকে ছোট হাতিদের চিকিৎসার জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এখানে। অনন্তের কথায় এই প্রকল্প চিড়িয়াখানার মতো কোনও বিনোদনের মাধ্যম নয়। তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টও এই প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।