Vantara Success Story: বার্মিজ পাইথনের সফল অপারেশন 'বনতারা'-য়, চলছে অস্ত্রোপচার পরবর্তী যত্নআত্তি

Last Updated:

Vantara Success Story: বার্মিজ অজগরের অপারেশনের ঘটনা গোটা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছে। এরা বিশ্বের বৃহত্তম প্রজাতির সাপ। তারপরেও আইইউসিএনের রেড লিস্ট অনুযায়ী ‘অরক্ষিত’।

বার্মিজ পাইথনের সফল অপারেশন 'বনতারা'-য়, চলছে অস্ত্রোপচার পরবর্তী যত্নআত্তি
বার্মিজ পাইথনের সফল অপারেশন 'বনতারা'-য়, চলছে অস্ত্রোপচার পরবর্তী যত্নআত্তি
বার্মিজ পাইথনের সফল অপারেশন করল রিলায়েন্স ফাউন্ডেশনের ‘বনতারা ইনিশিয়েটিভ’। গত সোমবার অনন্ত আম্বানি এই উদ্যোগের ঘোষণা করেন। ইতিমধ্যেই বনতারা-র ঝুলিতে বেশ কয়েকটি সাফল্যের গল্প রয়েছে।
তবে বার্মিজ অজগরের অপারেশনের ঘটনা গোটা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছে। এরা বিশ্বের বৃহত্তম প্রজাতির সাপ। তারপরেও আইইউসিএনের রেড লিস্ট অনুযায়ী ‘অরক্ষিত’।
৬৫০ একরের রেসকিউ এবং রিহ্যাবিলিটেশন সেন্টারে বার্মিজ অজগরের অস্ত্রোপচার করে ভেটেরিনারি টিম। অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত অস্ত্রোপচারের পরের চিকিৎসা ও দেখভাল চলছে। এই রেসকিউ এবং রিহ্যাবিলিটেশন সেন্টারে বিশ্বের ৪৩ প্রজাতির ২০০০-এর বেশি উদ্ধার হওয়া প্রাণীর দেখভাল করেন এখানকার কর্মীরা।
advertisement
advertisement
কী হয়েছিল অজগরটির? জানা গিয়েছে, স্ত্রী বার্মিজ অজগরের কেলোমিক ফোঁড়া হয়েছিল। সহজ ভাষায়, পেটের ভিতর ফোঁড়া বাড়ছিল। ফলে খিদে কমে যায়। ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছিল অজগরটি। এরপরই সাপটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বনতারা পশু হাসপাতালে নিয়ে আসা হয়।
বিশেষজ্ঞদের মতে, বার্মিজ অজগরের ‘ক্ষুধার দীর্ঘস্থায়ী ক্ষতি’ দেখা গিয়েছিল। অর্থাৎ খিদে হচ্ছিল না বললেই চলে। কেলোমিক গহ্বরে, এক্ষেত্রে শরীরের ভিতর ফ্যাকালমো (কঠিন মল পদার্থ) আছে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। শুরু হয় চিকিৎসা। কিন্তু বার্মিজ অজগরের অবস্থার কোনও উন্নতি দেখা যায়নি। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পশু চিকিৎসকরা। জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে এক্সপ্লোরেটরি কোয়েলোটমি করেন তাঁরা। সাড়ে ৪ কেজি অজনের প্রায় ৩ ফুট লম্বা ফোঁড়া কেটে বাদ দেওয়া হয়। তারপর কাটা জায়গা পরিস্কার করে সেলাই করে দেন চিকিৎসকরা।
advertisement
বার্মিজ অজগর আপাতত সুস্থ। আবার খিদে হচ্ছে। খাওয়ানো শুরু হয়েছে। সঙ্গে চলছে অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসা রেডিওগ্রাফ এবং রক্তের নিয়মিত ফলোআপ করছেন বনতারার চিকিৎসকরা। বনতারা রেসকিউ এবং রিহ্যাবিলিটেশন সেন্টারের অত্যাধুনিক অবকাঠামোর কারণেই এমন জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। এটা ইনটেনসিভ কেয়ার ইউনিট, এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, ডেন্টাল স্কেলার, লিথোট্রিপসি, ডায়ালাইসিস, OR1 প্রযুক্তি (সার্জারির সময় লাইভ ভিডিও কনফারেন্সিং) সহ হাসপাতাল এবং চিকিৎসা গবেষণা কেন্দ্র।
advertisement
এর আগে সিএনএন-নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অনন্ত আম্বানি বলেছিলেন, ‘পশু কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকে কিছু ফিরিয়ে দেওয়াই এর উদ্দেশ্য’। গুজরাতে রিলায়েন্সের জামনগর শোধনাগার কমপ্লেক্সের গ্রিন বেল্টের মধ্যে প্রায় ৩০০ একর জমিতে তৈরি হয়েছে বনতারা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত শীঘ্রই রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। জামনগরে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত বসছে প্রাক-বৈবাহিক বাসর। ব্যবসা ও বিনোদন জগতের তাবড় ব্যক্তিত্ব বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vantara Success Story: বার্মিজ পাইথনের সফল অপারেশন 'বনতারা'-য়, চলছে অস্ত্রোপচার পরবর্তী যত্নআত্তি
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement