মন্দির ঝেড়ে-মুছে কালই সাফ করেছেন কঙ্গনা। পরে পুজোতেও বসেছিলেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘এসো আমার রাম। আজ পরম শ্রদ্ধেয় শ্রী রামভদ্রাচার্যজির সাথে দেখা করে তাঁর আশীর্বাদ গ্রহণ করলেন। শাস্ত্রাবত গণ হনুমান জি যজ্ঞে অংশগ্রহণ করেন। অযোধ্যাধামে শ্রী রামকে স্বাগত জানাতে পেরে সবাই খুশি। দীর্ঘ নির্বাসন শেষে আগামীকাল অযোধ্যার রাজা আসছেন নিজ বাড়িতে।
advertisement
এসো আমার রাম, এসো আমার রাম’।
আরও পড়ুন: মহাকাশের শূন্য থেকে কেমন দেখতে অযোধ্যার রাম মন্দির? ISRO-র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে!
সোমবার সকালেও রাম মন্দিরে সকাল সকাল পৌঁছে গিয়েছেন কঙ্গনা। ক্যামেরার সামনে সেজেগুজে পোজ দিয়েছেন নায়িকা। শাড়ি ও গয়নার সাজে ক্যামেরার সামনে কঙ্গনা পোজ দিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরম পূজনীয় শ্রী রামের জন্মভূমি এটি। জয় শ্রীরাম।’
রামজন্মভূমিতে পা দিয়েই বলিউডের ‘মনিকর্ণিকা’র মন্তব্য, ‘নিশ্চয় পূর্বজন্মে কোনও পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।’