Ayodhya Ram Mandir: মহাকাশের শূন্য থেকে কেমন দেখতে অযোধ্যার রাম মন্দির? ISRO-র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে!

Last Updated:

Ayodhya Ram Mandir: ইসরো জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর এই ছবি তোলা হয়েছে। তাতে দেখা গিয়েছে ২.৭ একরের উপর তৈরি রাম মন্দিরের ছবি ধরা পড়েছে।

অযোধ্যার রাম মন্দিরের প্রতীকী ছবি
অযোধ্যার রাম মন্দিরের প্রতীকী ছবি
নয়াদিল্লি: রাত পোহালেই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। ভারতের মহাকাশ গবেষণাতেও এবার অযোধ্যার রাম মন্দিরের ছবি দেখা গেল। উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে সেই ছবি এবার সামনে আনল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। তাদের এক্স হ্যান্ডেলে দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহের মাধ্যমে তোলা রাম মন্দিরের ছবি প্রকাশ করা হয়েছে।
ইসরো জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর এই ছবি তোলা হয়েছে। তাতে দেখা গিয়েছে ২.৭ একরের উপর তৈরি রাম মন্দিরের ছবি ধরা পড়েছে। ইসরো জানিয়েছে, এরপর ঘন কুয়াশার কারণে আর ছবি তোলা সম্ভব হয়নি। এই ছবিতে ধরা পড়েছে সরযূ নদী এবং নবনির্মিত অযোধ্যা রেল স্টেশনও।
advertisement
advertisement
ছবি সৌজন্যে ISRO ছবি সৌজন্যে ISRO\
ছবি সৌজন্যে ISRO ছবি সৌজন্যে ISRO
আরও পড়ুন: মহিলারাই কেন থাইরয়েডে বেশি আক্রান্ত হন জানেন? চাঞ্চল্যকর কারণ জানালেন চিকিৎসক, সাবধানতা নিন
বর্তমানে মহাকাশে ভারতের ৫০টিরও বেশি উপগ্রহ রয়েছে। তাদের মধ্যে কিছুর রেজোলিউশন এক মিটারেরও কম। হায়দরাবাদে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার অযোধ্যার রাম মন্দিরের ছবি তোলার কাজ করেছে। ইসরোর প্রকাশ করা উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে ২.৭ একরের রাম মন্দিরের স্থানটি। ভারতীয় রিমোট সেন্সিং সিরিজের উপগ্রহ ব্যবহার করে এর একটি বিশদ দৃশ্যও দেখানো হয়েছে। অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠানের আগে, ইসরো একটি দেশীয় উপগ্রহ ব্যবহার করে মহাকাশ থেকে বিশাল রাম মন্দিরের প্রথম ঝলক দেখিয়েছে বিশ্ববাসীকে।
advertisement
রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাম মন্দিরের উদ্বোধনের আগে নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। দেশ এবং বিদেশের ভিভিআইপিদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে উত্তর প্রদেশের পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীও। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ, রাম মন্দির ট্রাস্টের তরফে নিমন্ত্রণ না পাওয়া কোনও ব্যক্তিই উদ্বোধনের দিন অযোধ্যায় থাকতে পারবেন না। যাঁদের বৈধ আমন্ত্রণপত্র নেই, তাঁদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Ram Mandir: মহাকাশের শূন্য থেকে কেমন দেখতে অযোধ্যার রাম মন্দির? ISRO-র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে!
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement