TRENDING:

Pahalgam Attack: পার পাবে না কেউ! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩ জঙ্গির বাড়ি, কুলগাম থেকেও গ্রেফতার দুই সন্দেহভাজন, অ্যাকশন জারি

Last Updated:

জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল কুলগামের ঠোকেরপোরায় জঙ্গিদের দুই সহযোগী লুকিয়ে রয়েছে৷ এই ঠোকেরপোরাতেই বাড়ি ছিল পহেলগাঁও হামলার মূল জঙ্গি আদিল হুসেন ঠোকরের৷ খবর পেয়ে শুক্রবার রাতেই ঠোকেরপোরায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী৷ শনিবার সকালে সেখান থেকেই গ্রেফতার করা হয় দু’জনকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: মঙ্গলবারের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই কাশ্মীর উপত্যকাজুড়ে রীতিমতো খানাতল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷ শুক্রবারই গভীর রাতে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় পহেলগাঁও হামলার এক সন্দেহভাজন জঙ্গি আদিল হুসেন ঠোকরের বাড়ি৷ বুলডোজদার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল আরেক সন্দেহভাজন আসিফ শেখের বাড়িও৷ তারপর শনিবার কাশ্মীরের দু’টি জায়গায় নিশ্চিহ্ন করে দেওয়া হল পহেলগাঁও হামলার আরও তিন সন্দেহভাজন জঙ্গির বাড়ি৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, পুলওয়ামার এহসান উল হক, সোপিয়ানের সাবির আহমেদ কুট্টে এবং কুলগামের জাকির গাইনির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শনিবার সকালে৷
News18
News18
advertisement

সূত্রের খবর, গত শুক্রবার যে আদিলের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে ঢুকেছিল৷ বর্তমানে এই আদিলের বয়স কুড়ির কোঠায়৷ প্রথম তার কথা সামনে আসে ২০১৮ সালে৷ সেই সময় দক্ষিণ কাশ্মীরের এক জঙ্গির শেষকৃত্যে তাকে দেখা গিয়েছিল৷ স্ই সময় সে সবে তার কিশোরকাল পেরিয়েছে৷ তারপরেই সে বৈধ কাগজপত্র নিয়ে ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে যায়৷ তার সেখানে হয়ে যায় নিখোঁজ৷ পরে জানান যায়, পাকিস্তানে সে জঙ্গিগোষ্ঠী লস্কর-এ-তৈবায় যোগ দিয়েছে৷

advertisement

তারপর ২০২৪ এর মাঝামাঝি নাগাদ আদিলকে ফের দেখা যায় রাজৌরি পুঞ্চ এলাকায়৷ আর গোয়েন্দারা মনে করছে, চলতি বছরের শুরুতেই পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে নিয়ে এদেশে ঢুকেছিল সে৷ বর্তমানে আদিল সহ পহেলগাঁওয়ে হামলা চালানো প্রতিটা জঙ্গিই পলাতক৷

advertisement

Pahalgam Terror Attack: Houses of Asif Ahmad Sheikh, Adil Ahmad Thoker, Ehsan Ul Haq, Shabir Ahmad Kuttay and Zakir Ganie demolished in Kashmir. (X/@RShivshankar)

আরও পড়ুন: ‘জল বন্ধ হলে, যুদ্ধ হবে,’ বিবৃতি জারি করে জানিয়ে দিল পাকিস্তান! ‘অল আউট ওয়ার’-এর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল কুলগামের ঠোকেরপোরায় জঙ্গিদের দুই সহযোগী লুকিয়ে রয়েছে৷ এই ঠোকেরপোরাতেই বাড়ি ছিল পহেলগাঁও হামলার মূল জঙ্গি আদিল হুসেন ঠোকরের৷ খবর পেয়ে শুক্রবার রাতেই ঠোকেরপোরায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী৷ শনিবার সকালে সেখান থেকেই গ্রেফতার করা হয় দু’জনকে৷

advertisement

এছাড়া, শনিবারও নিয়ন্ত্রণরেখা জুড়ে একাধিক জায়গায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেখা গিয়েছে পাক সেনাকে৷ তার অবশ্য যোগ্য জবাবও দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে৷

যে তিন জঙ্গির বাড়ি শনিবার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তারা হল-

সাবির আহমেদ কুট্টে: সোপিয়ানের ছোটিপোরা গ্রামে লস্কর কম্যান্ডার সাবির আহমেদ কুট্টের বাড়িটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, কুট্টে গত তিন থেকে চার বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং দেশবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

জাকির আহমেদ গণি: শুক্রবার রাতে কুলগাম জেলার মুতালহামা গ্রামে জাকির আহমেদ গণির একটি বাড়ি ভেঙে ফেলার খবর দিয়েছেন কর্মকর্তারা। গণি পহেলগাঁও হামলার সাথেও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, গণি ২০২৩ সাল থেকে সক্রিয়।

এহসান উল হক: পহেলগাঁও সন্ত্রাসী হামলার সন্দেহভাজন এহসান উল হক শেখের দোতলা বাড়ি শুক্রবার রাতে দক্ষিণ কাশ্মীরের মুরান পুলওয়ামা এলাকায় এক বিস্ফোরণে ভেঙে ফেলা হয়। এহসান, ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন বলে জানা গেছে৷ সম্প্রতি কাশ্মীরে ফিরে এসেছিল।

আরও পড়ুন :‘নোংরা’ কাজ করে আসছে পাকিস্তান..তিন দশক ধরে! অবশেষে স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

এখানেই শেষ নয়, তাদের দাবি, এই দলটিকে দিল্লি থেকেই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখার জন্য পাঠানো হয়েছিল৷ এদের সঙ্গে কয়েকজন বিদেশিকে পাঠানো হয়েছিল৷ এটা কোনও সাধারণ পর্যটকদের দল ছিল না, বরং গবেষণার দায়িত্ব দিয়ে গুপ্তচরবৃত্তির জন্যই এদের পাঠানো হয়েছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Attack: পার পাবে না কেউ! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩ জঙ্গির বাড়ি, কুলগাম থেকেও গ্রেফতার দুই সন্দেহভাজন, অ্যাকশন জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল