Pakistan on Pahalgam Attack: ‘নোংরা’ কাজ করে আসছে পাকিস্তান..তিন দশক ধরে! অবশেষে স্বীকার পাক প্রতিরক্ষামন্ত্রীর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত৷ ভিসা নীতিতেও কড়া অবস্থান নেওয়া হয়েছে৷ ফিরে যেতে বলা হয়েছে এদেশে আসা পাক নাগরিকদের৷ ভারতে থাকা পাক দূতাবাসের সংখ্যাও কমিয়ে দিতে বলা হয়েছে৷
নয়াদিল্লি: কথায় কথায় একী স্বীকার করে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী! ভারতের তরফে এত দিন ধরে যে দাবি করে আসা হচ্ছিল, সেই কথাই কার্যত মেনে নিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে৷ গত বুধবার বিহারের মধুবনির জনসভায় কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বলেন, পৃথিবীর শেষ প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে আনা হবে৷ এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও অতীত৷ ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার৷ তারপর থেকেই আন্তর্জাতিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী৷
সম্প্রতি স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে কথায় কথায় এক ভয়ঙ্কর কথা স্বীকার করে ফেলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷ সাক্ষাৎকারে তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে ‘জঙ্গিদের সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক ভাবে সাহায্য’ করে এসেছে কি না৷
advertisement
advertisement
উত্তরে আসিফ বলেন, ‘‘হ্যাঁ, আমরা আমেরিকা, ব্রিটেন-সহ অন্য পশ্চিমি দেশগুলোর জন্য এই নোংরা কাজ করে আসছি৷ গত তিন দশক ধরে৷’’ অর্থাৎ, স্বীকার করলেন গত তিন দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছে, তাদের ফান্ড জুগিয়ে আসছে পাকিস্তান৷ যা এতদিন ধরে অভিযোগ করে আসছিল ভারত৷
এই সাক্ষাৎকারেই আসিফ দাবি করেছেন, পাকিস্তানে এখন লস্কর-এ-তৈবা নামের কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই৷ বলেছেন, ‘‘লস্কর একটা পুরনো নাম৷ এর অস্তিত্ব নেই৷’’
advertisement
Sky News (@SkyYaldaHakim): “But you do admit, you do admit sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations?”
Pakistan Def. Minister: “Well, we have been doing this dirty work for United States for 3… pic.twitter.com/sv5TRkCgCZ
— Drop Site (@DropSiteNews) April 24, 2025
advertisement
পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যে কোনও রকমের সংযোগ থাকার কথা আগেই অস্বীকার করেছেন আসিফ৷ বলেছেন, এটা ভারতেরই কারও কাজ৷ ওখানে কিছু হলেই ওরা আমাদের দিকে আঙুল তোলে, কিন্তু, কোনও প্রমাণ দেখাতে পারে না৷ বালকোটের সার্জিক্যাল স্ট্রাইককেও “false flag operation” বলেছেন তিনি৷
গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত৷ ভিসা নীতিতেও কড়া অবস্থান নেওয়া হয়েছে৷ ফিরে যেতে বলা হয়েছে এদেশে আসা পাক নাগরিকদের৷ ভারতে থাকা পাক দূতাবাসের সংখ্যাও কমিয়ে দিতে বলা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হলে নিজেই থেমে যাবে ট্রেন! হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো আনছে দুর্দান্ত ব্যবস্থা
এর পাল্টা পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হলে শিমলা চুক্তিও তারা মানবে না৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘সিন্ধু জল চুক্তি অনুসারে পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার এবং নিম্ন নদী তীরবর্তী অঞ্চলের অধিকার হরণ করার যে কোনও রকম প্রচেষ্টা যুদ্ধের মতো (অ্যাক্ট অফ ওয়ার) বলে বিবেচিত হবে।’’
advertisement
পাক প্রতিরক্ষামন্ত্রী স্কাই নিউজের সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যদি যুদ্ধ হয়, যুদ্ধ হবে৷ আঘাত আসলে প্রত্যাঘাত হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
April 25, 2025 1:09 PM IST