জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি নলীন প্রভাত শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ রাসায়নিক এবং বিস্ফোরক দ্রব্য নওগাঁ থানার বাইরে খোলা জায়গায় রাখা ছিল৷ তদন্তের খাতিরে ওই বিস্ফোরক থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ অত্যন্ত সাবধানতার সঙ্গে করা হচ্ছিল৷ এত বিপুল পরিমাণ বিস্ফোরক থাকায় যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই গত ২ দিন৷ তা সত্ত্বেও রাত ১১টা ২০ মিনিটে দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে৷ শনিবারই জম্মু ও কাশ্মীরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷
advertisement
জম্মু ও কাশ্মীর পুলিশ সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন, যাতে কোনও রকম ভুল তথ্যে তাঁরা কান না দেন৷ এই ঘটনা তদন্ত প্রক্রিয়া চলাকালীনই ঘটেছে৷ এর সঙ্গে কোনও নাশকতার সম্পর্ক নেই বলে আশ্বস্ত করেছেন তিনি৷
জানা গিয়েছে, নওগাঁ থানার বিস্ফোরণে মৃতদের মধ্যে একজন SIA, তিনজন ফরেন্সিক বিশেষজ্ঞ, ২ জন ক্রাইম ফোটোগ্রাফার, ২ জন শুল্ক কর্মী এবং একজন দর্জি উপস্থিত ছিলেন৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকাও ব্যাপক শব্দে কেঁপে ওঠে৷ ঘটনায় ২৭ জন পুলিশকর্মী ও সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে সূত্রের খবর৷
আহতদের দ্রুত ভারতীয় সেনার ৯২ নম্বর বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পাঠানো হয়েছে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি৷