সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী প্রায় সব দলই ধনখড়ের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাবে সই করেছে৷ সংবিধানের ৬৭ (বি) অনুচ্ছেদ অনুযায়ী এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে৷ তৃণমূলের দাবি, মোট ৭১ জন রাজ্যসভার সাংসদ ধনখড়ের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন৷
advertisement
ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের এই পদক্ষেপের কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, এ ছাড়া বিরোধীদের সামনে আর কোনও পথ খোলা ছিল না৷ তাঁর দাবি, বিরোধীদের কাছে এই সিদ্ধান্ত নেওয়া যন্ত্রণাদায়ক হলেও সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করতেই এই পদক্ষেপ করতে হয়েছে৷ রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা৷
বিজেপি অবশ্য স্বাভাবিক ভাবেই ধনখড়ের পাশেই দাঁড়িয়েছে৷ বিজেপি নেতা অরুণ সিং দাবি করেছেন, বিরোধীরাই সংসদে অচলাবস্থার জন্য দায়ী৷