TRENDING:

ISRO's SSLV-D2 Rocket Launch: নজির গড়ল ISRO! সবথেকে ছোট রকেট উড়ল ৩টি উপগ্রহ নিয়ে

Last Updated:

ISRO's SSLV-D2 Rocket Launch: ISRO জানিয়েছে, এই নতুন রকেটে SSLV-D2 ১৫ মিনিটের ফ্লাইটের সময় ৩টি উপগ্রহ বহন করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীহরিকোটা: ইসরোর মুকুটে জুড়ল নতুন পালক। ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ISRO) এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড স্যাটেলাইট SSLV-D2 এর দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ করেছে। এদিন সকাল ৯টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ হয়। ISRO জানিয়েছে, এই নতুন রকেটে SSLV-D2 ১৫ মিনিটের ফ্লাইটের সময় ৩টি উপগ্রহ বহন করেছে।
নজির গড়ল ISRO
নজির গড়ল ISRO
advertisement

এই উপগ্রহগুলির মধ্যে রয়েছে ISRO-এর EOS-07, US-ভিত্তিক সংস্থা Antaris-এর Janus-1, এবং চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ SpaceKidz-এর AzaadiSAT-2 মহাকাশে ৪৫০ কিলোমিটার দূরত্বে স্থাপিত করেছে। ISRO জানিয়েছে, SSLV 'লঞ্চ-অন-ডিমান্ড' ভিত্তিতে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৫০০ কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করে উৎক্ষেপণ করতে পারে।

রকেট SSLV-D2 খুব কম খরচে, অল্প সময়ে এবং একাধিক উপগ্রহ একই সঙ্গে কক্ষপথে উৎক্ষেপণ করতে সক্ষম। SSLV ৩৪ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের লঞ্চ ভেহিকেল। এর উৎক্ষেপণ ভর ১২০ টন। রকেটটি ২টি কঠিন প্রপোলেশন স্টেজ এবং ১টি বেগ টার্মিনাল মডিউল দিয়ে তৈরি করা হয়েছে। SSLV এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইটটি গত বছরের ৯ আগস্ট আংশিকভাবে ব্যর্থ হয়েছিল।

advertisement

ISRO-এর মতে, এই পরীক্ষায় ব্যর্থতার তদন্ত করা হয়। সেখানে কিছু প্রযুক্তিগত ত্রুটি সামনে আসে। জানা গিয়েছিল, রকেটের Inertial Navigation System (INS) -এ সমস্যা তৈরি হয়েছিল। এর ফলে ফল্ট ডিটেকশন অ্যান্ড আইসোলেশন (এফডিআই) সফ্টওয়্যারের সেন্সরও প্রভাবিত হয়েছিল।

আরও পড়ুন, ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন

advertisement

আরও পড়ুন, সেন্সর বিফলে যাওয়ায় পথ-হারা উপগ্রহ! উৎক্ষেপণ ‘আংশিক ভাবে সফল’, বলল ইসরো

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তবে এদিন এই সমস্যা আর হয়নি। SSLV দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ এবং তিনটি উপগ্রহ মহাকাশে সঠিক জায়গায় স্থাপন করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
ISRO's SSLV-D2 Rocket Launch: নজির গড়ল ISRO! সবথেকে ছোট রকেট উড়ল ৩টি উপগ্রহ নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল