এই উপগ্রহগুলির মধ্যে রয়েছে ISRO-এর EOS-07, US-ভিত্তিক সংস্থা Antaris-এর Janus-1, এবং চেন্নাই-ভিত্তিক মহাকাশ স্টার্টআপ SpaceKidz-এর AzaadiSAT-2 মহাকাশে ৪৫০ কিলোমিটার দূরত্বে স্থাপিত করেছে। ISRO জানিয়েছে, SSLV 'লঞ্চ-অন-ডিমান্ড' ভিত্তিতে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৫০০ কেজি পর্যন্ত স্যাটেলাইট বহন করে উৎক্ষেপণ করতে পারে।
রকেট SSLV-D2 খুব কম খরচে, অল্প সময়ে এবং একাধিক উপগ্রহ একই সঙ্গে কক্ষপথে উৎক্ষেপণ করতে সক্ষম। SSLV ৩৪ মিটার লম্বা, ২ মিটার ব্যাসের লঞ্চ ভেহিকেল। এর উৎক্ষেপণ ভর ১২০ টন। রকেটটি ২টি কঠিন প্রপোলেশন স্টেজ এবং ১টি বেগ টার্মিনাল মডিউল দিয়ে তৈরি করা হয়েছে। SSLV এর প্রথম পরীক্ষামূলক ফ্লাইটটি গত বছরের ৯ আগস্ট আংশিকভাবে ব্যর্থ হয়েছিল।
advertisement
ISRO-এর মতে, এই পরীক্ষায় ব্যর্থতার তদন্ত করা হয়। সেখানে কিছু প্রযুক্তিগত ত্রুটি সামনে আসে। জানা গিয়েছিল, রকেটের Inertial Navigation System (INS) -এ সমস্যা তৈরি হয়েছিল। এর ফলে ফল্ট ডিটেকশন অ্যান্ড আইসোলেশন (এফডিআই) সফ্টওয়্যারের সেন্সরও প্রভাবিত হয়েছিল।
আরও পড়ুন, ইসরো-এ ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ, ইন্টারভিউয়ের তারিখ কত? চাকরির জন্য আবেদন করুন
আরও পড়ুন, সেন্সর বিফলে যাওয়ায় পথ-হারা উপগ্রহ! উৎক্ষেপণ ‘আংশিক ভাবে সফল’, বলল ইসরো
তবে এদিন এই সমস্যা আর হয়নি। SSLV দ্বিতীয় সংস্করণ সফল ভাবে উৎক্ষেপণ এবং তিনটি উপগ্রহ মহাকাশে সঠিক জায়গায় স্থাপন করেছে।
