আরও পড়ুন- "তোমার কীসের এত তাড়া?" কেকে'র প্রয়াণে লিখলেন শোকস্তব্ধ কিংবদন্তী এআর রহমান!
কেন তিনি প্রধানমন্ত্রীকে রাজনীতি বিষয়ক প্রশ্ন করেননি বা এই নিয়ে কথা বলেননি তা জানতে চাওয়া হলে অক্ষয় কুমার যুক্তি দিয়ে বলেন, রাজনীতি নিয়ে আলোচনা করা তাঁর কাজ নয়। অক্ষয় আরও জানান, নরেন্দ্র মোদিকে যদি তাঁর কাজের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতেন তবে বিষয়টি ভুয়ো দেখাত। “ওটা কি আমার কাজ নাকি যে আমি রাজনীতির বিষয়ে প্রশ্ন করব! আপনি এটা কেন করলেন, ওটা কেন করলেন! আমি যদি তা করতাম তবে সাক্ষাৎকারটি ভুয়ো মনে হত। আমি তাঁকে খুব সহজ সরল প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, এটুকুই,” বলেন অক্ষয়।
advertisement
অক্ষয় কুমার আরও জানান, তিনি যখন প্রধানমন্ত্রী মোদির সাক্ষাত্কার নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি ‘আশ্চর্য’ হয়েছিলেন। অক্ষয় নাকি কিছুটা নার্ভাসও ছিলেন, তবে প্রধানমন্ত্রীই তাঁকে স্বচ্ছন্দ্য বোধ করিয়েছিলেন। “আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে ভালো দিক হল তিনি জানেন কিভাবে নিজেকে স্থান কাল বুঝে উপস্থাপন করতে হয়। আমার সঙ্গে কথা বললে তিনি নিজেকে সেই ছাঁচেই ঢেলে নেবেন। তাঁর সঙ্গে (পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর দিকে ইঙ্গিত করে) কথা বললে আবার অন্য ছাঁচে ফেলবেন। শিশুদের সঙ্গে কথা বললে তাঁদের বয়স অনুযায়ী বলবেন। আমি মনে করি নিজেকে নানান ছাঁচে ফেলার ক্ষমতা দুর্দান্ত বিষয়,” বলেন অক্ষয়।
আরও পড়ুন- ভারতে কনসার্ট করতে হলে উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন: KK'র মৃত্যুতে সরব আরমান মালিক
অক্ষয় কুমারকে পরবর্তীতে দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ সিনেমায়। চলচ্চিত্রে সঞ্জয় দত্ত, সোনু সুদও অভিনয় করেছেন এবং ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক ঘটাচ্ছেন। যোদ্ধা পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়, মানুষী অভিনয় করবেন সংযুক্তার ভূমিকায়। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।