আরও পড়ুন- ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে লোকালয়ে! আতঙ্কে কাশ্মীরের গ্রামবাসীরা
International Labour Day2022: ইতিহাস
শ্রম দিবসের উত্স লুকিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতকের শ্রমিক সংগঠনের আন্দোলনে। ১৮৮৯ সালে মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস একটি বৃহৎ আন্তর্জাতিক বিক্ষোভের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে যাতে শ্রমিকদের দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা না হয়।
advertisement
এরপর এটি বার্ষিক দিবসে পরিণত হয় এবং ১ মে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৪ জুলাই, ১৮৮৯ সালে ইউরোপের সমাজতান্ত্রিক দলগুলির প্রথম আন্তর্জাতিক কংগ্রেসে দিনটির ঘোষণা করা হয় এবং ১ মে, ১৮৯০ সালে তা প্রথম স্বীকৃত হয়।
International Labour Day2022: তাৎপর্য
সারা বিশ্বের মানুষই শ্রমিকদের অধিকারের জন্য এবং শ্রমিকদের শোষণ থেকে মুক্ত করার জন্য আন্দোলন ও সংগঠন গড়ার বিষয়টিকে জোর দেন এই বিশেষ দিনে। ভারত এবং অন্যান্য অনেক দেশেই শ্রম দিবস একটি জাতীয় ছুটির দিন। এই দিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন- হিন্দু আসলে একটি 'ভৌগলিক পরিচয়': দাবি বিজেপির অশ্বিনী কুমার চৌবের
ভারতে শ্রম দিবস
ভারতে প্রথম শ্রম দিবস পালন হয়েছিল ১৯২৩ সালে। চেন্নাইতে হিন্দুস্তান লেবার কিসান পার্টি এই দিনটি প্রথম পালন করে। কমিউনিস্ট নেতা মালয়পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার শ্রমিকদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য ১ মে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার পক্ষে প্রথম সওয়াল করেন। আন্তর্জাতিক শ্রম সংগঠন বা International Labour Organization একটি সংস্থা যা স্বাধীনতা, সমতা, নিরাপত্তা এবং মর্যাদা বজায় রেখে সুন্দর এবং উত্পাদনশীল কর্মসংস্থানের সুযোগকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে। এর প্রধান লক্ষ্যগুলি হল কর্মক্ষেত্রের অধিকারের বিষয়টিকে প্রচার করা, মার্জিত কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা উন্নত করা এবং কর্মক্ষেত্র সম্পর্কিত নানা সমস্যা মোকাবিলায় আলোচনা জোরদার করা। ১৯১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক শ্রম সংগঠন উন্নয়নের জন্য শ্রম শান্তির মূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজও করেছে।