সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ইন্দোরের তেজাজি নগর থানা এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দুই যুবক এবং এক তরুণী নিহত হয়েছেন। আরও একজন মহিলা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শহরের বাইপাসের রালামণ্ডলের কাছে। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তেজাজি নগর পুলিশ বিষয়টির তদন্ত করছে।
advertisement
অভিযোগ, ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে পুলিশ ট্রাক চালককে শনাক্ত করেছে। স্থানীয় প্রশাসন এবং ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয়। দুর্ঘটনার কারণে বাইপাস রোডে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। গতকাল প্রখরের জন্মদিন ছিল এবং তিনি তার জন্মদিনের পার্টি উদযাপন করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে খবর। দুর্ঘটনার সময় তিনি রালামণ্ডল থেকে বিজয়নগরে যাচ্ছিলেন।
আরও পড়ুন: ‘শুনলে চমকাবেন, SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে’, আইপ্যাকে ইডি-কাণ্ডের মাঝেই বড় অভিযোগ মমতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রেরণা বচ্চন, প্রখর কাসলিওয়াল ও মান সান্ধু। অনুষ্কা শেট্টি নামে এক মহিলা গুরুত্বর আহত। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার ভোরে একটি পার্টি থেকে ফিরছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়েও তাঁর সঙ্গীরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ও প্রেরণাদের গাড়িটি সংঘর্ষ লাগে।
