আমাদের দেশে প্রায় ১৫ হাজার ট্রেন চলে। ট্রেনে চেপে মানুষ ভারতের প্রতিটি শহর থেকে গ্রামে পৌঁছতে পারে। রেলওয়ের জন্যই বহু মানুষ কম টাকায় এবং সহজে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারে।
ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। কিন্তু আপনি কি জানেন, একটি ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয় রেলের? একটি ট্রেন তৈরিতে রেল কত টাকা খরচ হয়, শুনলে অবাক হয়ে যাবেন। তবে প্রতিটি ট্রেনের খরচ সমান নয়।
advertisement
আরও পড়ুন- কী মারাত্মক দিন এল! হিট ওয়েভে ৩ দিনে ৯৮ জনের মৃত্যু, সতর্ক না হলে বিরাট বিপদ
যে কোনও ট্রেনের জন্য অনেক ধরনের কোচ তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে জেনারেল কোচ, স্লিপার কোচ এবং এসি কোচ। একটি সাধারণ কোচ তৈরি করতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়। একটি স্লিপার কোচ তৈরি করতে খরচ হয় দেড় কোটি টাকা। রেলওয়েকে একটি এসি কোচ তৈরি করতে ২ কোটি টাকা খরচ করতে হয়।
ট্রেনের ১টি ইঞ্জিনের দাম ১৮ থেকে ২০ কোটি টাকা। ২৪টি বগি বিশিষ্ট একটি সম্পূর্ণ ট্রেন তৈরি করতে রেলওয়ের প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা ব্যয় হয়।
প্রতিটি ট্রেন তৈরিতে আলাদা খরচ হয়। MEMU 20 কোচের সাধারণ টাইপের ট্রেনের খরচ ৩০ কোটি টাকা। কালকা মেইল -এর মতো ২৫ কোচ ICF টাইপ ট্রেনের দাম প্রায় ৪১ কোটি টাকা।
হাওড়া-রাজধানী ২১ কোচের এলএইচবি টাইপ ট্রেনের খরচ প্রায় ৬২ কোটি টাকা। অমৃতসর শতাব্দী ১৯ কোচ LHB টাইপ ট্রেনের খরচ ৬০ কোটি টাকা। এই খরচ ইঞ্জিন সহ।
আরও পড়ুন- চড়া বিমানের টিকিট! যাত্রী-ভিড় কমাতে স্পেশ্যাল ট্রেন উত্তর পূর্ব সীমান্ত রেলের
একটি সাধারণ ট্রেনের দাম প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা। ‘বন্দে ভারত ট্রেন’-এর খরচ জানলেও চমকে যাবেন। ভারতে প্রায় ১৮টি রুটে চলা বন্দে ভারত ট্রেনের খরচ প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা।