Heatwave in India: কী মারাত্মক দিন এল! হিট ওয়েভে ৩ দিনে ৯৮ জনের মৃত্যু, সতর্ক না হলে বিরাট বিপদের আশঙ্কা

Last Updated:

Heatwave in India: বিগত তিন দিনে সেখানে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই ৯৮ জনের মধ্যে ৫৪ জন উত্তরপ্রদেশের, ৪৪ জন বিহারের।

লখনউ: গরমের জেরে নাজেহাল প্রাণ। তীব্র তাপপ্রবাহের জেরে কবলে বিহার এবং উত্তরপ্রদেশ। বিগত তিন দিনে সেখানে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই ৯৮ জনের মধ্যে ৫৪ জন উত্তরপ্রদেশের, ৪৪ জন বিহারের।
রাজ্যে প্রচণ্ড গরমের কারণ ১৫ থেকে ১৭ জুনের মধ্যে উত্তরপ্রদেশের বালিয়ায় একটি জেলা হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিলতা নিয়ে গত তিন দিনে বালিয়ার একটি জেলা হাসপাতালে কমপক্ষে ৪০০ জনকে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ রোগীর বয়স ৬০-এর উপরে। চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ জয়ন্ত কুমার জানান, জেলা প্রচণ্ড তাপের কবলে এবং তার জেরে অসুস্থ হয়ে পড়ে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছে।
advertisement
advertisement
বিহারে পরিস্থিতি আলাদা নয় কারণ চরম তাপপ্রবাহে ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গিয়েছেন রাজ্যে। সেখানে কমপক্ষে ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে। ৪৪ জনের মধ্যে শুধু পটনাতেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। বাকি ন’জনের মৃত্যু হয়েছে রাজ্যের অন্যান্য জেলা থেকে।
advertisement
শনিবার তীব্র তাপপ্রবাহে অন্তত ১১টি জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বিহারের রাজধানী পটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শেখপুরায় তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ খবর/দেশ/
Heatwave in India: কী মারাত্মক দিন এল! হিট ওয়েভে ৩ দিনে ৯৮ জনের মৃত্যু, সতর্ক না হলে বিরাট বিপদের আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement