Kolkata Monsoon Forecast : ৪৮ ঘণ্টায় বদলে যাবে আবহাওয়ার খেলা! ঝেঁপে বৃষ্টির সঙ্গেই গরম, রেহাই পেতে আরও অপেক্ষা, ওয়েদার আপডেট
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Monsoon Forecast : কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।
advertisement
advertisement
বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। বাংলায় বর্ষার প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদহের উপরে তার অবস্থান। ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
advertisement
উত্তরবঙ্গে ঝাঁপিয়ে বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টায় উপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টির সতর্কতা। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে সামান্য।
advertisement
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা এবং ও সমতলের দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি শিলাবৃষ্টি এমনকি ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজস্থানে। সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজস্থানে সোমবার পর্যন্ত। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement