North Eastern Frontier Railway: চড়া বিমানের টিকিট! যাত্রীদের ভিড় কমাতে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল

Last Updated:

North Eastern Frontier Railway: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর-নাহরলাগুন ও আগরতলা-গুয়াহাটির মধ্যে দু’টি সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর-নাহরলাগুন ও আগরতলা-গুয়াহাটির মধ্যে দু’টি সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলচর ও নাহরলাগুনের মধ্যে সামার স্পেশ্যাল ট্রেনটি দক্ষিণ অসমের বরাক উপত্যকার সঙ্গে অরুণাচল প্রদেশের একটি অংশকে সংযুক্ত করবে। এই ট্রেনটি ১৯ জুন থেকে ২৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত উভয় দিক থেকে ১১টি ট্রিপের জন্য চলাচল করবে। অন্য আরেকটি সামার স্পেশ্যাল ট্রেন আগরতলা ও গুয়াহাটির মধ্যে ২২ জুন থেকে ১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত উভয় দিক থেকে ১১টি ট্রিপের জন্য চলাচল করবে।
সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলাগুন) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক সোমবার ১৩.৫০ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৩০ ঘণ্টায় নাহরলাগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলাগুন-শিলচর) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার ১০.০০ ঘণ্টায় নাহরলাগুন থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৪০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটি বদরপুর, লামডিং, ডিমাপুর, ফরকাটিং, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি ও নর্থ লখিমপুর স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশ্যাল ট্রেনটিতে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার ও স্লিপার ক্লাস-সহ মোট ২০টি কোচ থাকবে।
advertisement
advertisement
অন্য আরেকটি স্পেশ্যাল ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ১৯.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) স্পেশ্যাল ট্রেনটি প্রত্যেক শুক্রবার ১৩.১৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৩৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। স্পেশাল ট্রেনটি ধর্মনগর, বদরপুর, লামডিং ও চাপরমুখ জং. স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশ্যাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সেকেন্ড ক্লাস-সহ মোট ২১টি কোচ থাকবে।
বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern Frontier Railway: চড়া বিমানের টিকিট! যাত্রীদের ভিড় কমাতে স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement