TRENDING:

Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন

Last Updated:

সম্প্রতি উত্তর রেলের আগ্রা ডিভিশনের পক্ষ থেকে যাত্রী হয়রানি রুখতে একটি অভিযান চালানো হয়৷

advertisement
বৃহন্নলা সেজে ট্রেনে উঠে যাত্রীদের হেনস্থার অভিযোগ নতুন নয়৷ যদিও যাত্রীদের অভিযোগ ছিল, এই ধরনের হেনস্থার অভিযোগ রেলের কাছে করেও লাভ হয় না৷ ব্যবস্থা নেয় না আরপিএফ৷
যাত্রী হয়রানি রুখতে কড়া পদক্ষেপ রেলের৷ ছবি- পিটিআই
যাত্রী হয়রানি রুখতে কড়া পদক্ষেপ রেলের৷ ছবি- পিটিআই
advertisement

এবার অবশ্য ট্রেন সফরের সময় যাত্রীদের এই ধরনের হয়রানি আটকাতে পদক্ষেপ করল ভারতীয় রেল৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বৃহন্নলা অথবা বৃহন্নলা সেজে কেউ যদি যাত্রীদের হেনস্থা করেন, তাহলে Rail Madad পোর্টালে সাহায্য চাইতে পারবেন যাত্রীরা৷ পাশাপাশি ১৩৯ নম্বরে ফোন করেও সাহায্য চাইতে পারেন যাত্রীরা৷

সম্প্রতি উত্তর রেলের আগ্রা ডিভিশনের পক্ষ থেকে যাত্রী হয়রানি রুখতে একটি অভিযান চালানো হয়৷ সেই অভিযানে বৃহন্নলা সেজে যাত্রীদের হেনস্থা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়৷ গত ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান চালানো হয়৷ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, বিনা টিকিটে যাত্রা এবং যাত্রীদের থেকে জোর করে টাকা আদায়ের মতো অভিযোগ রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট ৩০৩ জনের বিরুদ্ধে এই ধরনের ঘটনায় ব্যবস্থা নিয়েছে আগ্রা ডিভিশনের আরপিএফ৷ এই সময়কালের মধ্যে রেল মদদ পোর্টালে যাত্রীদের ২৫৭টি অভিযোগ নথিভুক্ত৷ যার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেয় রেল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বৃহন্নলা সেজে ট্রেনে উঠে তোলাবাজি, হেনস্থা! রেল সফরে এমন বিপদে কী করবেন যাত্রীরা? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল