TRENDING:

মিলবে স্পেশাল ট্রেন! চিন্তা না করে যাত্রীদের যাতায়াতের নির্দেশ, কী ভাবে সামলানো হবে ভিড়? দেখুন

Last Updated:

Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মহাকুম্ভ মেলা ২০২৫-এ যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালু করেছে. প্রায় ৪ লক্ষাধিক ভক্ত ইতিমধ্যে যাত্রা করেছেন। সুরক্ষা ও সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলা ২০২৫-এ অংশ নিতে যাওয়া যাত্রীদের যাত্রী সহজ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে একাধিক পদক্ষেপ বাস্তবায়িত করেছে। ইতিমধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্র থেকে চার লক্ষাধিক ভক্ত যাত্রা করেছেন, স্বাচ্ছন্দ্য ও দক্ষতা বৃদ্ধি করতে অতিরিক্তভাবে আরও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভক্তদের জন্য সুগম ও ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে সুরক্ষা ও কমার্শিয়াল স্টাফ বৃদ্ধির পাশাপাশি সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা পরিচালন ব্যবস্থা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
মিলবে স্পেশাল ট্রেন, চিন্তা না করে রেল যাত্রার পরামর্শ উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দাদের 
মিলবে স্পেশাল ট্রেন, চিন্তা না করে রেল যাত্রার পরামর্শ উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দাদের 
advertisement

আরও পড়ুন- ‘একটু শুনবেন?…’ জল থেকে উঠে এলেন ৭৫-এর বৃদ্ধ, ঠকঠক করে কাঁপছেন…’পোশাক’ নেই! যা বললেন তিনি, শুনে হতবাক সবাই!

আরও পড়ুন- ‘রাম’ শুধু মদ নয়, ‘মহৌষধ’! এইভাবে খেলেই ১০ রোগ থেকে মুক্তি…! জানেন রামের এই আশ্চর্য ‘গুণ’?

আরও পড়ুন- সবসময় ‘ফ্রিজ’ চলছে? সপ্তাহে ক’বার, ‘কখন’ বন্ধ করা উচিত ফ্রিজ…? নিয়মটা জানেন না বলেই বিপদ ডাকছেন! 

advertisement

মহাকুম্ভের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ কোটি তীর্থযাত্রী ভারতীয় রেলওয়ের দ্বারা পরিচালিত করা প্রায় ১৩,০০০ ট্রেনে করে যাত্রা করেছেন। বর্ধিত যাত্রীর ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে মহাকুম্ভের জন্য স্পেশাল ট্রেনের পাশাপাশি সাত থেকে আটটি নিয়মিত ট্রেন চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কামাখ্যা, নাহরলাগুন, গুয়াহাটি, কাটিহার, যোগবাণী ও রাঙাপাড়া নর্থ থেকে মোট ২৬ ট্রিপ স্পেশাল ট্রেন চালানো হয়েছে।

advertisement

যাত্রীদের ভিড় বৃদ্ধির পূর্বাভাস পেয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ভক্তদের জন্যসুগম ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুকরা হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ৩.৩৭ লক্ষ সংরক্ষিত টিকিটের যাত্রী এবং১.০৮ অসংরক্ষিত টিকিটের যাত্রী এই ট্রেনগুলির মাধ্যমে প্রয়াগরাজ যাত্রা করেছেন। এদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন গুয়াহাটি থেকে প্রায় ১.০৮ লক্ষ যাত্রী, ডিব্রুগড় থেকে প্রায় ১৯,৩০০ যাত্রী, নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৫৪,১০০যাত্রী এবং যোগাবাণী থেকে প্রায় ৩৪,৫০০ যাত্রী।

advertisement

সুরক্ষা ও ভিড় ব্যবস্থাপনার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকেরেলওয়ে সুরক্ষা বাহিনী, সরকারি রেলওয়ে পুলিশের শক্তিশালী টিম এবং সুগম ট্রেন পরিচালন নিশ্চিত করতে পর্যাপ্ত রানিং স্টাফ নিয়োজিত করাহয়েছে। রিয়াল টাইম মনিটরিং এবং দক্ষ ভিড় ব্যবস্থাপনার জন্য প্রধান প্রধানস্টেশনগুলিতে এবং ডিভিশনগুলিতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পাশাপাশি দিন-রাত চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য মুখ্য স্থানগুলিতে সিসিটিভিনজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত যাত্রী চলাচলের প্রবেশ ও প্রস্থানেরপয়েন্টগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। সুরক্ষা ও সুবিধার জন্যপ্রবীণ ব্যক্তি, মহিলা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দৈনিক সহস্রাধিক ভক্তের আগমনের সাথে এই ব্যাপক ব্যবস্থাগুলি এই বিশাল আধ্যাত্মিক অনুষ্ঠানের সময় নিরাপদ, সুরক্ষিত, আরামদায়ক এবং দক্ষতার সাথে পরিচালিত তীর্থযাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের একনিষ্ঠতাকে প্রকাশ করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
মিলবে স্পেশাল ট্রেন! চিন্তা না করে যাত্রীদের যাতায়াতের নির্দেশ, কী ভাবে সামলানো হবে ভিড়? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল