২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নীত।
পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশনের মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশনের নাম। এছাড়াও তালিকায় পূর্ব রেলের ২৮টি স্টেশন রয়েছে যার মধ্যে শিয়ালদহ মেন লাইনে সাতটি স্টেশন। এই মেন লাইনে সাতটি স্টেশনের মধ্যে রয়েছে ব্যারাকপুর স্টেশন।
advertisement
ব্যারাকপুর স্টেশনের জন্য ২৬.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক এই রেল স্টেশনে চলমান সিঁড়ির পাশাপাশি প্রবেশ এবং বাইরে বেরোনোর আলাদা পথ, যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা, যাত্রীদের বিশ্রামের জন্য আধুনিক ওয়েটিং রুম-সহ আরও সুব্যবস্থা থাকবে যাত্রীদের।
পিসরুমের পর পিস ট্রেন! অভিনব এই ট্রেনের আবেদন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রেলমন্ত্রীর কাছে এই নতুন ট্রেন চালুর আবেদন রাজ্যপালের। তাঁর কথায় বাংলার সবচেয়ে বড় শত্রু হিংসা। প্রথমে জলপাইগুড়ি, পরে দার্জিলিং যাবে এই ট্রেন। এদিন অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন রাজ্যপাল।