গত ১৪ মার্চ তারিখে আপ গোমতী নগর-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেসে ট্রেনের এক মহিলা যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। আরপিএফ সিকিউরিটি কন্ট্রোল, কাটিহার থেকে এই খবর পেয়ে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে মহিলা আরপিএফ কর্মী সহ কিষানগঞ্জ আরপিএফ-এর অন্যান্য কর্মীরা ওই মহিলা যাত্রীটির সঙ্গে দেখা করেন। এরপর ওই মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য অ্যাম্বুলেন্স করে কিষানগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
advertisement
সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আপাতত নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছে। ১৫ মার্চ তারিখে একই ধরনের ঘটনা ঘটে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। মহিলা কনস্টেবল সহ নিউ আলিপুরদুয়ারের কর্তব্যরত আরপিএফ টিম লক্ষ্য করেন যে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এক অন্তঃসত্ত্বা মহিলা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গেই মা ও সদ্যজাত শিশুটিকে স্টেশনে রেলওয়ে চিকিৎসক ও অন্যান্য রেলওয়ে কর্মীরা প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করান। পরে মা ও সদ্যোজাত শিশুটিকে আলিপুরদুয়ারের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন, পুরসভার চাকরিতেও দুর্নীতি?৭০টি পুরসভার নিয়োগের ওএমআর শিট প্রোমোটার অয়নের অফিসে
আরও পড়ুন,ঝোড়ো হাওয়া, কোথাও শিলাবৃষ্টি, সপ্তাহান্তে ফের দুর্যোগ বাংলায়, ওয়েদার আপডেট
অন্যদিকে, ১৭ মার্চ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গুয়াহাটির আরপিএফ এক কিশোরকে উদ্ধার করে। পরে ওই কিশোরকে গুয়াহাটি রেলওয়ে চাইল্ড লাইন-এর হাতে তুলে দেওয়া হয়। একই দিনে ডিমাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় এক পলাতক কিশোরীকে উদ্ধার করে আরপিএফ। পরে ওই কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ১৪ থেকে ১৬ মার্চ লামডিং, রঙিয়া, গুয়াহাটি ও কাটিহার রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান ও তল্লাশির সময়ে ১২ জন পলাতক নাবালককে উদ্ধার করা হয়।