TRENDING:

At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন

Last Updated:

India adds 8 new countries to ‘at risk’ list: ‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: করোনাকালে ইন্টারন্যাশনাল বিমানযাত্রা (International Air Travel) এখন আর আগের মতো সহজ নেই ৷ ভারত সরকার এখনও পর্যন্ত সব ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর বিষয় সবুজ সঙ্কেত না দিলেও ‘এয়ার বাবল’-এর চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত চালু রয়েছে ভারতের ৷ তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের একবার বিপর্যস্ত আন্তর্জাতিক বিমানযাত্রা (India adds 8 new countries to ‘at risk’ list) ৷
Photo: Siddhartha Sarkar
Photo: Siddhartha Sarkar
advertisement

আরও পড়ুন-এখানে জোর করে মহিলাদের করা হয় গর্ভবতী, চালানো হচ্ছে বাচ্চা প্রসবের কারখানা!

আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলিতে করোনার ‘ওমিক্রন’ (Omicron) ভ্যারিয়েন্ট ধরা পড়ার পরেই নড়েচড়ে বসেছিল গোটা বিশ্ব ৷ তবে এই ভাইরাস ছড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ প্রথমে আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ এবং পরে ভারত-সহ এশিয়ারও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই ভ্যারিয়েন্ট ৷ আর তার ফলে ফের একবার ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক বিমানযাত্রা ৷ সংক্রমণের ভয় ফের এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে ভয় পাচ্ছেন যাত্রীরা ৷ খুব প্রয়োজন ছাড়া অনেকেই এখন যেতে চাইবেন না ৷

advertisement

‘রিস্ক’ (At Risk Nations List) দেশের তালিকা আগেই তৈরি করেছিল ভারত ৷ যার মধ্যে ছিল ব্রাজিল, চিন, নিউজিল্যান্ড, ব্রিটেন, বটসওয়ানা, মরিশিয়াস, জিম্বাবোয়ে, তাঞ্জানিয়া, হং কং-এর মতো আরও বেশ কয়েকটি দেশ ৷ এবার সেই তালিকায় যুক্ত হল আরও আটটি দেশের নাম ৷ সেগুলি হল কাজাখস্তান, ইথিওপিয়া, ঘানা, কঙ্গো, কেনিয়া, নাইজেরিয়া, তিউনিশিয়া এবং জাম্বিয়া ৷ সব মিলিয়ে ‘রিস্ক’ দেশগুলির তালিকা এখন অনেকটাই বড় ৷

advertisement

আরও পড়ুন-‘সোনা-রুপোর’ তৈরি পান ! দাম ৭৬০ টাকা ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন নেটিজেনরা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

যদিও শুধুমাত্র এই দেশগুলিই নয় ৷ বিশ্বের অন্যান্য ‘নন-রিস্ক’ দেশগুলি থেকে ভারতে এসে পৌঁছনো যাত্রীদেরও বিমানবন্দরে করোনা পরীক্ষা হচ্ছে ৷ নিয়মমাফিক সবরকম পরীক্ষারই ব্যবস্থা করা হয়েছে ৷ সংক্রমণ আটকাতে বিমানবন্দরগুলিতে সবরকম ব্যবস্থাই করা হয়েছে ৷ আজ, মঙ্গলবার থেকে বিদেশ থেকে ভারতে আসা সব যাত্রীদেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
At Risk Nations List: ‘রিস্ক’ তালিকায় আরও ৮টি দেশের নাম যোগ করল ভারত, যাত্রার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল