ইংল্যান্ড গত কয়েক বছর ধরে নিজেদের ট্র্যাডিশানাল ক্রিকেটের ঘরানা বদলে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেছে৷ টিম এর ফায়দা ২০১৯ বিশ্বকাপ খেতাবও ঘরে তুলেছে৷ যা তাদের প্রথম বিশ্বকাপ৷ টি টোয়েন্টি ফর্ম্যাটেও যেভাবে খেলা হয়েছে তাতে ভারত যে খেলাটা দেখিয়েছে তা যেন ইংল্যান্ডের দ্বারাই প্রভাবিত মনে করছে ওয়াকিবহাল মহল৷
আরও পড়ুন - Astro Tips: কালো তিলেই গ্রহরাজ শনিদেব তুষ্ট, আরও ‘এই’ দেবতাদের চরণেও অর্পণ করুন চমকাবে ভাগ্য
advertisement
এই বছরেই অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup)৷ তাই সাদা বলের প্রতিটা ম্যাচকেই অনুুশীলন ম্যাচ হিসেবে দেখছে দলগুলি৷ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরে যাওয়ার পর রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে জানিয়েছেন , ‘‘আমাদের জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ হবে৷ আমরা এরকম ভাবতে পারি না যে ওয়ানডে আমাদের প্রাথমিক গুরুত্ব হবে না৷ কিন্তু আমাদের প্রত্যেক ক্রিকেটারের ওয়ার্কলোড মাথায় রাখতে হবে৷ আমাদের কিছু বদল আনতে হবে কিন্তু আমাদের প্রাথমিক লক্ষ্য হবে ম্যাচ জয় করা৷ এখন ওয়ানডেকে টি টোয়েন্টির বিস্তারিত রূপ হিসেবে দেখা হয়৷ ’’
আরও পড়ুন - Bhanga Kanch: কাঁচ ভাঙা পয়া না অপয়া, সমঝে চলুন নইলে সামনে দাঁড়িয়ে চরম ক্ষতি
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা কবে খেলা?
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা ১২ জুলাই খেলা হবে৷
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা কোথায় খেলা হবে?
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের শুধু প্রথম খেলা নয়, তিনটি খেলাই ওভালে খেলা হবে৷
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা কটার সময় খেলা হবে?
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হবে৷ টস হবে সন্ধ্যা পাঁচটায়৷
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা কোথায় লাইভ টেলিকাস্ট হবে?
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা লাইভ টেলিকাস্ট সনি সিক্স ও সনি এইচডিতে দেখা যাবে৷
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা কোথায় লাইভ স্ট্রিমিং হবে?
ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম খেলা সনি লিভ অ্যাপে দেখা যাবে৷