TRENDING:

World Happiness Index: হ্যাপিনেস ইনডেক্সে ভারতের ঠাঁই পিছনের সারিতে, "ঘৃণা এবং ক্রোধের তালিকার শীর্ষে থাকবে ভারত" কটাক্ষ রাহুলের

Last Updated:

Rahul Gandhi on India's Happiness Rank: ট্যুইটারে রাহুল গান্ধি লিখেছেন, “খিদের র‌্যাঙ্ক: ১০, স্বাধীনতার র‌্যাঙ্ক: ১১৯, সুখের র‌্যাঙ্ক: ১৩৬৷ কিন্তু, আমরা শীঘ্রই ঘৃণা এবং ক্রোধের তালিকায় শীর্ষে উঠে যেতে পারি!”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গতবছরের থেকে এই বছর বেশিই সুখে রয়েছেন ভারতীয়রা! এমনটাই বলছে ভারতের হ্যাপিনেস ইনডেক্স (World Happiness Index)। বিশ্বে কোন দেশের মানুষ কতখানি সুখে রয়েছে সেই নিয়ে নানা মাপকাঠির ভিত্তিতে দেশগুলির তালিকা করা হয়ে থাকে। এবার সেই তালিকায় ভারতের স্থান ১৩৬ নম্বরে! ভারতের ‘সুখ’ নিয়ে তাই ব্যাঙ্গ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। শনিবার বিশ্ব সুখের প্রতিবেদনে (World Happiness Index) দেশের র‌্যাঙ্কিং নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল জানিয়েছেন, শীঘ্রই ভারত ঘৃণা এবং ক্রোধের তালিকার শীর্ষে থাকবে।
 রাহুল গান্ধি
রাহুল গান্ধি
advertisement

ট্যুইটারে রাহুল গান্ধি এই প্রতিবেদনটি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, “খিদের র‌্যাঙ্ক: ১০, স্বাধীনতার র‌্যাঙ্ক: ১১৯, সুখের র‌্যাঙ্ক: ১৩৬৷ কিন্তু, আমরা শীঘ্রই ঘৃণা এবং ক্রোধের তালিকায় শীর্ষে উঠে যেতে পারি!”

আরও পড়ুন- "রাজ্যে মন নেই আর, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": কটাক্ষ দিলীপ ঘোষের!

ইউনাইটেড নেশনস সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক প্রতিবছর এই প্রতিবেদনটি (World Happiness Index) প্রকাশ করে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের ১৫০ টি দেশকে সুস্থতার অনুভূতি, মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা ব্যবস্থা, আয়ু, উদারতা, জীবনের পছন্দ এবং উপলব্ধি করার স্বাধীনতা, দুর্নীতি, ইত্যাদি বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে তালিকায় ঠাঁই দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন- ইউক্রেন যুদ্ধে নিহত ভারতীয় পড়ুয়ার দেহ মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত পরিবারের!

এ বছরের প্রতিবেদনে তালিকার (World Happiness Index) শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। তালিকায় থাকা শীর্ষ ১০ টি দেশের মধ্যে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরাইল এবং নিউজিল্যান্ড (র‍্যাঙ্ক অনুসারে দ্বিতীয় থেকে দশম)।

ভারত এই বছর সামান্য ভালো অবস্থায় রয়েছে। গত বছর ভারত এই তালিকায় ১৩৯ তম স্থানে ছিল। এবার বিশ্ব সুখের তালিকায় তিন ধাপ উঠে এসে ১৩৬ তম স্থানে রয়েছে এই দেশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওই তালিকায় (World Happiness Index) ১৬ তম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য রয়েছে তার ঠিক পরেই ১৭ তম স্থানে এবং ফ্রান্স রয়েছে ২০ নম্বরে।

বাংলা খবর/ খবর/দেশ/
World Happiness Index: হ্যাপিনেস ইনডেক্সে ভারতের ঠাঁই পিছনের সারিতে, "ঘৃণা এবং ক্রোধের তালিকার শীর্ষে থাকবে ভারত" কটাক্ষ রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল