TRENDING:

মিলবে না একটাও ছুটি! ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বড় নির্দেশ কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের

Last Updated:

NO Leave To Any Medical Officer: ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব ছুটি নিষিদ্ধ করেছে। চিকিৎসাগত জরুরি ছাড়া কোনও ছুটি মঞ্জুর হবে না। ইতিমধ্যে মঞ্জুর ছুটিও বাতিল। লাইভ কভারেজও নিষিদ্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে সব ধরনের ছুটি বাতিল করল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। শুক্রবার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও স্বাস্থ্য আধিকারিককে কোনও ধরনের ছুটি, এমনকি স্টেশন লিভও দেওয়া যাবে না।
 পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও স্বাস্থ্য আধিকারিককে কোনও ধরনের ছুটি, এমনকি স্টেশন লিভও দেওয়া যাবে না। (Representative Image: AI)
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও স্বাস্থ্য আধিকারিককে কোনও ধরনের ছুটি, এমনকি স্টেশন লিভও দেওয়া যাবে না। (Representative Image: AI)
advertisement

তবে, চিকিৎসাগত জরুরি কারণ ব্যতীত কোনও ছুটি মঞ্জুর করা যাবে না বলেই স্পষ্ট করে দিয়েছে মন্ত্রক। এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁদের ইতিমধ্যেই ছুটি মঞ্জুর করা হয়েছিল, সেই সমস্ত ছুটি বাতিল বলে গণ্য হবে। এমনকী, যাঁরা বর্তমানে ছুটিতে রয়েছেন, তাঁদেরও অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত আবহে সংবাদমাধ্যমের জন্য বড় নির্দেশ কেন্দ্রীয় সরকারের! আর নয় লাইভ কভারেজ

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই নির্দেশকে অতি জরুরি ও বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। সংকট ঘনিয়ে আসার ইঙ্গিত হিসেবে এই পদক্ষেপকে দেখছেন সংশ্লিষ্ট মহল।

advertisement

ইতিমধ্যে জাতীয় সুরক্ষার স্বার্থেও এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কোনও প্রতিরক্ষা অভিযান বা সুরক্ষা বাহিনীর গতিবিধি নিয়ে সরাসরি সম্প্রচার বা রিয়েল টাইম রিপোর্টিং করা চলবে না—এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ, লাইভ কভারেজ বা সোর্স-নির্ভর তথ্য প্রকাশ করলে অপারেশন বিপন্ন হতে পারে, ঝুঁকির মুখে পড়তে পারেন সেনা বা নিরাপত্তারক্ষীরাও।

advertisement

এছাড়াও, সংকটের আবহে আনুষ্ঠানিকভাবে সাময়িক সময়ের জন্য আইপিএল ২০২৫ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে চলমান টাটা আইপিএল ২০২৫-এর বাকি অংশ অবিলম্বে এক সপ্তাহের জন্য স্থগিত করা হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
মিলবে না একটাও ছুটি! ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বড় নির্দেশ কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল