TRENDING:

Monkeypox Tally || বাড়ছে সংক্রমণ, মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Last Updated:

Monkeypox Tally || বিশ্বব্যাপী, ৭৫টি দেশ থেকে ১৬,০০০টিরও বেশি মাঙ্কিপক্সের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পাঁচটি কেস রিপোর্ট করেছে যার চারটি ভারত থেকে এবং একটি থাইল্যান্ড থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের সংক্রমণকে "উদ্বেগের বিষয়" বলে অভিহিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷ পাশাপাশি এই রোগের জন্য নজরদারি এবং জনস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করতে দেশগুলির কাছে আবেদনও করেছে ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশন। সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, “মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ছে৷ কঠিন প্রচেষ্টার মাধ্যমে রোগের বিস্তার কমানো সম্ভব,”
বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সতর্ক থাকুন
বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সতর্ক থাকুন
advertisement

বিশ্বব্যাপী, ৭৫টি দেশ থেকে ১৬,০০০টিরও বেশি মাঙ্কিপক্সের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে WHO দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পাঁচটি কেস রিপোর্ট করেছে যার চারটি ভারত থেকে এবং একটি থাইল্যান্ড থেকে।  দিল্লিতে  প্রথম মাঙ্কিপক্স সংক্রমণ ধরা পড়ল রবিবার৷ আক্রান্ত ৩১ বছর বয়সী ব্যক্তি যাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই৷ এটি ভারতে চতুর্থ মাঙ্কিপক্স কেস৷ আগের তিন আক্রান্তই কেরালার৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই ব্যক্তি হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। পশ্চিম দিল্লির এই বাসিন্দাকে তিন দিন আগে  রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়৷ শনিবার তাঁর নমুনাগুলি জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়।

advertisement

আরও পড়ুন: ইডি-র আবেদনে সাড়া, বসছে হাই কোর্টের বিশেষ বেঞ্চ! আজই SSKM ছাড়তে হবে পার্থকে?

প্রথম দুই মাঙ্কিপক্স আক্রান্তের মতো তৃতীয় আক্রান্তও কেরলের বাসিন্দা।কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ৬ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন। মাঙ্কিপক্স-এর উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মন্ত্রী এও জানান, ব্যক্তির সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ১২০ ঘণ্টার তল্লাশি, বাড়িতে নগদ ৩০০ কোটি, আলমারি ভর্তি গয়না! এই 'রেইড' দেখে চমকে গেছিল দেশ

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সূত্রে খবর, এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রে দুই শিশুর মাঙ্কিপক্স ধরা পড়ে। একজন ক্যালিফোর্নিয়ার৷ অন্যজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা না হলেও ওয়াশিংটন ডিসি-তে থাকার সময় তার পরীক্ষা করা হয়৷  মাঙ্কিপক্সকে PHEIC হিসাবে অভিহিত করার কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস৷ বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্স ভাইরাসটি সংক্রমিত পশু থেকে মানুষের মধ্যে আসে, তা পরোক্ষ হোক বা প্রত্যক্ষ৷  দেশগুলির বর্তমান রিপোর্ট অনুযায়ী যৌন মিলন,  বিছানাপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী এবং পোশাকের মতো উপকরণ থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Monkeypox Tally || বাড়ছে সংক্রমণ, মাঙ্কিপক্স নিয়ে উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল