জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি একাধিক বার লঙ্ঘন করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে জম্মু, জয়সলমের, পাঠানকোটে হামলার চেষ্টার পরই ইসলামাবাদকে যোগ্য জবাব ভারতের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জম্মুর বিমানবন্দর, সামবা, আরএস পুরা, আর্নিয়া-সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। গুলির শব্দ শোনা যাচ্ছে এলাকায়।
advertisement
সিএনএন নিউজ১৮কে সেনা কর্তা বলেন, “আমরা জানতাম এমন হামলা হতে পারে, তাই তৈরি ছিলাম। পাকিস্তান থেকে আসা সমস্ত আক্রমণ প্রতিহত করা হয়েছে। এখনও পর্যন্ত আটটি ক্ষেপণাস্ত্রকে, (বেশিরভাগই সারফেস-টু-সারফেস মিসাইল), আমাদের এয়ার ডিফেন্স মেকানিজম ধ্বংস করে দিয়েছে”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 11:41 PM IST