TRENDING:

ইতিহাসে এই প্রথমবার, খাতায় কলমে আর্থিক মন্দার কবলে ভারত

Last Updated:

অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম বার৷ খাতায় কলমে আর্থিক মন্দার গ্রাসে ঢুকে পড়ল ভারত৷ ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধে দেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছে বলে রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত রিপোর্টেই স্বীকার করে নেওয়া হয়েছে৷ য়ে অর্থনীতিবিদরা এই পরিসংখ্যান তুলে ধরেছে, তাঁদের মধ্যে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি প্রণয়নের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রও৷
advertisement

অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে৷ অগাস্ট মাসে কেন্দ্রীয় সরকারই জানিয়েছিল, এপ্রিল- জুন মাসে দেশের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছিল৷ এবার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে জিডিপি ৮.৬ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷

অর্থনীতিবিদদের ওই দলটির মতে, '২০২০-২১ অর্থবর্ষের প্রথম ভাগে ইতিহাসে প্রথমবার ভারত খাতায় কলমে আর্থিক মন্দার (Technical Recession) কবলে ঢুকে পড়েছে৷' আগামী ২৭ নভেম্বর অর্থনৈতিক পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের৷

advertisement

আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা Moody's ভারতীয় অর্থনীতি নিয়ে তাদের পূর্বাভাসে পরিবর্তন করেছে৷ মুিডজের পূর্বাভাস, ২০২০ সালে ভারতের জিডিপি-তে ৮.৯ শতাংশ সঙ্কোচন হবে৷ এর আগের পূর্বাভাসে ভারতের জিডিপি-তে ৯.৬ শতাংশ সঙ্কোচনের আশঙ্কা প্রকাশ করেছিল মুডিজ৷ অর্থনীতিবিদদের সাহায্যে ব্লুমবার্গের করা সমীক্ষাতে অবশ্য দাবি করা হয়েছে, জুলাই- সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি ১০.৪ শতাংশ কমতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

যেভাবে বিভিন্ন সংস্থার বিক্রি কমেছে এবং লাভের অঙ্ক কমেছে, সেই ধাক্কা রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টেও প্রতিফলিত হয়েছে৷ তবে গাড়ি বিক্রি কিছুটা বাড়ায় এবং ব্যাঙ্কগুলি বাজারে নগদের জোগান বাড়ানোয় অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকেই অর্থনীতির চাকা ঘুরতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস গত মাসে যে পূর্বাভাস দিয়েছিলেন, তার আগেই বৃদ্ধির রাস্তায় ফিরতে পারে ভারতীয় অর্থনীতি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইতিহাসে এই প্রথমবার, খাতায় কলমে আর্থিক মন্দার কবলে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল