অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে৷ অগাস্ট মাসে কেন্দ্রীয় সরকারই জানিয়েছিল, এপ্রিল- জুন মাসে দেশের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছিল৷ এবার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিকে জিডিপি ৮.৬ শতাংশ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷
অর্থনীতিবিদদের ওই দলটির মতে, '২০২০-২১ অর্থবর্ষের প্রথম ভাগে ইতিহাসে প্রথমবার ভারত খাতায় কলমে আর্থিক মন্দার (Technical Recession) কবলে ঢুকে পড়েছে৷' আগামী ২৭ নভেম্বর অর্থনৈতিক পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করার কথা কেন্দ্রীয় সরকারের৷
advertisement
আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা Moody's ভারতীয় অর্থনীতি নিয়ে তাদের পূর্বাভাসে পরিবর্তন করেছে৷ মুিডজের পূর্বাভাস, ২০২০ সালে ভারতের জিডিপি-তে ৮.৯ শতাংশ সঙ্কোচন হবে৷ এর আগের পূর্বাভাসে ভারতের জিডিপি-তে ৯.৬ শতাংশ সঙ্কোচনের আশঙ্কা প্রকাশ করেছিল মুডিজ৷ অর্থনীতিবিদদের সাহায্যে ব্লুমবার্গের করা সমীক্ষাতে অবশ্য দাবি করা হয়েছে, জুলাই- সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি ১০.৪ শতাংশ কমতে পারে৷
যেভাবে বিভিন্ন সংস্থার বিক্রি কমেছে এবং লাভের অঙ্ক কমেছে, সেই ধাক্কা রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্টেও প্রতিফলিত হয়েছে৷ তবে গাড়ি বিক্রি কিছুটা বাড়ায় এবং ব্যাঙ্কগুলি বাজারে নগদের জোগান বাড়ানোয় অক্টোবর- ডিসেম্বর ত্রৈমাসিকেই অর্থনীতির চাকা ঘুরতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে৷ সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস গত মাসে যে পূর্বাভাস দিয়েছিলেন, তার আগেই বৃদ্ধির রাস্তায় ফিরতে পারে ভারতীয় অর্থনীতি৷