সূত্র অনুসারে, পাঞ্জাবের ৩০টি জায়গায়, রাজস্থানের ১৩টি, হরিয়ানায় ৪টি, উত্তরাখণ্ডের ২টি এবং দিল্লি ও উত্তর প্রদেশের একটি করে স্থানে হাওয়ালা অপারেটর এবং খালিস্তানি সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত গ্যাংস্টারদের গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, NIA খালিস্তান-আইএসআই এবং গ্যাংস্টারদের নিয়ে অনেক তথ্য সংগ্রহ করেছে। UAPA-এর অধীনে গ্রেফতার হওয়া সমস্ত গ্যাংস্টার এবং খালিস্তানি সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সময় একাধিক তথ্য পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই তদন্তেই গ্যাংস্টার-খালিস্তানি জোট, সন্ত্রাস যোগ, অস্ত্র সরবরাহের পাশাপাশি বিদেশের মাটি থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর একাধিক তথ্যপ্রমাণ পেয়েছে।
advertisement
আরও পড়ুন, মধ্যরাত পর্যন্ত চলল বৈঠক, যাদবপুরে কী কী সিদ্ধান্ত হল? দেখুন নতুন নিয়মাবলী
আরও পড়ুন, লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!
অনেক মিডিয়া রিপোর্টে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া অনুযায়ী, এনআইএ-র চার্জশিটে প্রকাশ করা হয়েছে, অস্ত্র ও মাদক চোরাচালান থেকে প্রাপ্ত টাকা দিয়ে খলিস্তানপন্থী সন্ত্রাসীদের হাতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। অন্যদিকে, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নেতা খলিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইডি, এনআইএ-র মতো তদন্তকারী সংস্থাগুলি। বিশেষ করে টাকার উৎস নিয়ে তদন্ত চালাবে তারা।