EXCLUSIVE: লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!

Last Updated:

প্রতিটা কর্মসূচি শেষ হতে না হতেই নতুন নতুন কর্মসূচি নিচুতলার উপর চাপিয়ে দেওয়ায় বিভ্রান্ত জেলার নেতাদের একাংশ। ফলে ভার্চুয়াল বৈঠকই সার, সংগঠনের চাকা এগোচ্ছেই না। দাবি দলেরই একাংশের।

লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!
লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে নড়বড়ে সংগঠন নিয়ে ঘোর দুশ্চিন্তায় বঙ্গ বিজেপি। ভার্চুয়াল বৈঠকে একের পর এক সাংগঠনিক কর্মসূচির নির্দেশ। আর প্রতিটা কর্মসূচি শেষ হতে না হতেই নতুন নতুন কর্মসূচি নিচুতলার উপর চাপিয়ে দেওয়ায় বিভ্রান্ত জেলার নেতাদের একাংশ। ফলে ভার্চুয়াল বৈঠকই সার, সংগঠনের চাকা এগোচ্ছেই না। দাবি দলেরই একাংশের।
এরই মধ্যে আবার ক্ষোভ—বিক্ষোভও চলছে। শো—কজের বার্তা দিয়েও দলের বিক্ষুব্ধদের ক্ষোভ সামলানো যাচ্ছে না। মাঠে নামানো যায়নি দলের বড় অংশকেই। নিচুতলায় সংগঠনের ভিতই নড়বড় করছে। একের পর এক সাংগঠনিক কর্মসূচি নিলেও কোনওটাই সম্পূর্ণভাবে বাস্তবায়িত করা যাচ্ছে না। কোনও সাংগঠনিক কাজ অর্ধেক শেষ হতে না হতেই আরেকটা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে শীর্ষস্তর থেকে। কাজ কতটা হচ্ছে তার রিপোর্ট নেওয়ারও কেউ নেই। অথচ বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বঙ্গ বিজেপির নিচুতলা কার্যত বিভ্রান্ত। সংগঠনের বুথ ও মন্ডল কমিটির পরিস্থিতি এতটাই খারাপ যে ফের বুথ সশক্তিকরণ অভিযানে নামতে হচ্ছে রাজ‌্য বিজেপিকে। তিনবারেও লক্ষ‌্য পূরণ হয়নি।
advertisement
advertisement
বিজেপি সূত্রের খবর, এখনও পর্যন্ত যা হিসেব, তাতে অর্ধেক বুথেও পৌঁছতে পারেনি বঙ্গ পদ্ম শিবির। তাই এবার মন্ডল থেকে বুথের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে নেতাদের। তবে তাতেও কতটা লাভ হবে তা নিয়ে সংশয় রয়েছে খোদ বিজেপি নেতাদের অনেকের মধ্যেই। এক রাজ‌্য নেতার কথায়, এর আগে মন্ডলে হাজার সভার কর্মসূচি সম্পূর্ণ হয়নি। ৪—৫টি করে বিধানসভা কেন্দ্রে রাজ‌্য নেতাদের প্রবাস কর্মসূচি করতে বলা হয়। তাও সর্বত্র হয়নি। অনেক জায়গাতেই রিপোর্ট নেওয়ারই লোক নেই। আবার ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বুথ সংগঠন শক্তিশালী করতে অভিযান শুরুর সার্কুলার দেওয়া হয়েছে।
advertisement
‘এক নেতাকে এক বুথ’ অনুযায়ী নেতৃত্বকে নিয়োগ করতে হবে। সব মন্ডলে প্রবাস করতে হবে নেতাদের। একজন কার্যকর্তাকে দু’টি মন্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের একাংশের বক্তব‌্য, নেতাদের দায়িত্ব দেওয়া হলেও, দেখা যাচ্ছে কোথাও সংগঠন তৈরি করার লোক নেই। কোথাও আবার লোক থাকলেও, বড় সংখ‌্যক অংশ সেখানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ফলে সংগঠন শক্তিশালী করার সমস্ত পরিকল্পনাই কার্যত মাঠে মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে বুথকে শক্তিশালী করা আর অন্যদিকে ১৯-এর  লোকসভা ভোটে রাজ্য থেকে ১৮ টি আসন বিজেপি পেলেও এবার সেই সমস্ত কেন্দ্র বিজেপি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে সংশয়। নিউজ18 বাংলার হাতে আসা রাজ্য বিজেপির এক গোপন সার্কুলারে বুথ সশক্তিকরণ অভিযানে কি কি করণীয়? তাও স্পষ্ট করা হয়েছে। বুথ সশক্তিকরণ অভিযানে কতটা সফল হয় গেরুয়া শিবির, উওর দেবে সময়ই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement