TRENDING:

Tripura Assembly Election 2023: ত্রিপুরার মন্ত্রিসভায় দফতর বদল অনেকের, তিপ্রামোথার জন্য রেখে দেওয়া হল তিন দফতর

Last Updated:

Tripura Assembly Election 2023: এক বছর আগে বিপ্লব দেবকে সরিয়েই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি৷ তবে মুখ্যমন্ত্রী পদে যাঁকে মানিক সাহার প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছিল, সেই প্রতিমা ভৌমিক এ দিন শপথ নেননি৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা:  মানিকের মন্ত্রিসভায় একাঝাঁক নতুন মুখ। বদল প্রাক্তন মন্ত্রীদের দফতর৷ গুরুত্ব বাড়ল প্রণজিৎ সিংহ রায়ের৷ সুধাংশু দাসের হাতে থাকছে উপজাতি কল্যাণ৷ রাজ্য মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে থাকছে, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পূর্ত, তথ্য ও অবন্টিত সব দফতর। রতনলাল নাথের হাতে থাকছে, বিদ্যুৎ, কৃষি ও নির্বাচন। প্রণজিৎ সিংহ রায়ের হাতে থাকছে – অর্থ ও তথ্য প্রযুক্তি। সুশান্ত চৌধুরীর হাতে থাকছে – খাদ্য, পরিবহণ ও পর্যটন। শান্তনা চাকমার হাতে থাকছে – শিল্প বাণিজ্য ও জেল। টিঙ্কু রায়ের হাতে থাকছে – যুব কল্যাণ ও সমাজ শিক্ষা ও শ্রম দফতর। বিকাশ দেববর্মার হাতে থাকছে – জনজাতি কল্যাণ ও পরিসংখ্যান। সুধাংশু দাসের হাতে থাকছে – তপশিলি জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ দফতর। শুক্লাচরণ নোয়াতিয়ার হাতে থাকছে – সমবায় ও সংখ্যালঘু  কল্যাণ।
মানিক সাহার ফাইল ছবি
মানিক সাহার ফাইল ছবি
advertisement

এর মধ্যে উল্লেখযোগ্য রতনলাল নাথের কাছ থেকে শিক্ষা দফতর সরিয়ে নেওয়া হয়েছে। গত আট তারিখ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ গ্রহণ করেছেন মানিক সাহা৷  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে আগরতলায় শপথ গ্রহণ করেন মানিক সাহা৷  তাঁর সঙ্গে শপথ নিয়েছেন আরও আটজন মন্ত্রী৷ মোদি, শাহ, নাড্ডা ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং৷ এ ছাড়াও শপথ গ্রহণ মঞ্চে দেখা যায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও৷

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা

এক বছর আগে বিপ্লব দেবকে সরিয়েই মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি৷ তবে মুখ্যমন্ত্রী পদে যাঁকে মানিক সাহার প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছিল, সেই প্রতিমা ভৌমিক এ দিন শপথ নেননি৷  যে আট জন মন্ত্রী রয়েছেন, তাঁদের মধ্যে চারজন আগের মন্ত্রিসভারই সদস্য৷  তাঁদের মধ্যে রয়েছেন রতন লাল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা এবং সুশান্ত চৌধুরী৷ এ ছাড়া চার জন নতুন মুখ হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন৷ বিপ্লব দেব ঘনিষ্ঠ টিঙ্কু রায়, বিজেপি-র রাজ্য আদিবাসী মোর্চার প্রধান বিকাশ দেব বর্মা এবং সুধাংশু দাস৷ বিজেপি-র জোটসঙ্গী আইপিএফটি-র একজন বিধায়ক শুক্লাচরণ নোয়াটিয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

advertisement

বিজেপি সূত্রের খবর, এখনও তিপ্রামোথার জন্য মন্ত্রিসভার তিনটি আসন ছেড়ে রাখা হচ্ছে৷ ভোটের আগে তিপ্রামোথার সঙ্গে জোট না হলেও ভোটের পরে ফের একবার তিপ্রামোথার কাছে সমঝোতার প্রস্তাব গিয়েছে বিজেপি-র পক্ষ থেকে৷ তিপ্রামোথা পৃথক রাজ্যের দাবিতে অনড় থাকায় ভোটের আগে তাদের সঙ্গে বিজেপি-র জোট সম্ভাবনা ভেস্তে গিয়েছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: ত্রিপুরার মন্ত্রিসভায় দফতর বদল অনেকের, তিপ্রামোথার জন্য রেখে দেওয়া হল তিন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল