নরেন্দ্র মোদি রবিবার বলেন, “কোটি কোটি ভারতীয় একসঙ্গে যেভাবে বড় লক্ষ্য অর্জন করেছে, তা নজিরবিহীন। আজ ভারতের প্রতিটি গ্রাম খোলাস্থানে মলত্যাগ মুক্ত।” “আজ ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। আজ ভারতের প্রায় প্রতিটি গ্রাম সড়কপথে সংযুক্ত। আজ ভারতের ৯৯ শতাংশেরও বেশি মানুষের কাছে রান্নার জন্য গ্যাস সংযোগ রয়েছে। আজ ভারতের প্রতিটি পরিবার ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত,” বলেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
আরও পড়ুন- ভারতে একদিনে ৪৫% সংক্রমণ বৃদ্ধি, কোভিড-১৯ আক্রান্ত ১৭,০৭৩, মৃত্যু ২১ জনের!
ভারত সম্পর্কে সাধারণ মানুষের মানসিকতার কথা বলতে গিয়ে মোদি বলেন, “একটা সময় ছিল যখন মানুষজন বলত যে ভারত দেশের জনসংখ্যাকে COVID-19 এর টিকা দিতে ১০-১৫ বছর সময় নেবে। আজ, দেশের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক দু’টি ডোজই নিয়েছে এবং ৯৫ শতাংশ প্রাপ্তবয়স্করা অন্তত একটি করে ডোজ নিয়েছে।”
COVID-19 মহামারী শুরু হওয়ার পর থেকে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে চিকিত্সা এবং বিনামূল্যে রেশনের কথাও তুলে ধরেন মোদি। মিউনিখে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আজ ভারতের প্রত্যেক দরিদ্র ব্যক্তি ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা পাচ্ছেন। করোনার এই সময়ে ভারত গত দুই বছর ধরে ৮০ কোটি দরিদ্রকে বিনামূল্যে রেশন প্রদান নিশ্চিত করছে।”
আরও পড়ুন- নজরে আদিবাসী প্রধান রাজ্য! জোর কদমে প্রচারে রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু!
পরিচ্ছন্নতা অভিযানের কথা উল্লেখ করে মোদি বলেন, “আজ পরিচ্ছন্নতা ভারতের জীবনধারার একটি অংশ হয়ে উঠছে। ভারতের মানুষ, ভারতের যুবকরা দেশকে পরিষ্কার রাখা তাঁদের কর্তব্য বলে মনে করছে।”
প্রধানমন্ত্রী মোদি G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিউনিখে পৌঁছেছেন। সেখানে তিনি G7 এবং অংশীদার দেশগুলির সঙ্গে বৈঠক করবেন এবং পরিবেশ, শক্তি থেকে শুরু করে সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয়ে আলোচনা করবেন।