TRENDING:

King Cobra Snake Bite Death: গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের! ভাইরাল ভিডিও দেখুন

Last Updated:

কিন্তু সেই সাপেরই ছোবলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর (King Cobra Snake Bite Death)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলচর: বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে কিং কোবরার ছোবলে মৃত্যু হয়েছে ৩-৪ জনের। তার মধ্যে এই প্রথম উত্তর-পূর্বে কোবরার কামড়ে মৃত্যু হল ৬০ বছরের রঘুনন্দন ভূমিজের (King Cobra Snake Bite Death)। ধলাইয়ের রাজনগরের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা রঘুনন্দন রবিবার ধানখেত থেকে একটি কিং কোবরাকে ধরেন (King Cobra Snake Bite Death)। সেটিকে গলায় পেঁচিয়ে সেটিকে ধরার গল্প গ্রামবাসীদের শুনিয়েছিলেন তিনি। কিন্তু সেই সাপেরই ছোবলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর (King Cobra Snake Bite Death)।
 গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের!
গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের!
advertisement

দক্ষিণ অসমের বরাক ভ্যালির ধোলাইয়ের ঘটনা। ধানখেত থেকে কোবরাটিকে ধরার পর সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন রঘুনন্দন। গ্রামবাসীরাও উৎসাহ নিয়ে তাঁকে দেখছিলেন এবং মোবাইলে ভিডিও করে রাখছিলেন সেই ভয়ংঙ্কর দৃশ্য। হাতে সাপের মাথাটি চেপে ধরে, মাটিতে বসে সাপ ধরার গল্প বলছিলেন তিনি। গত রবিবারই সেই সাপটিকে ধরেছিলেন রঘুনন্দন ভূমিজ। তার পর থেকেই গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই কাহিনি বলছিলেন তিনি।

advertisement

স্থানীয়রা জানিয়েছেন, সাপটিকে মুখের কাছে চেপে ধরেছিলেন রঘুনন্দন। গ্রামবাসীদের দেখাতে বার বার সাপটিকে খোঁচা মারছিলেন তিনি। কিন্তু সরীসৃপটি ঠিক সময়ের অপেক্ষায় ছিল। সুযোগ পেয়েই রঘুনন্দনকে ছোবল মারে কিং কোবরাটি। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। সাপের বিষে মারা যান রঘুনন্দন। কাছার জেলার বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, সাপটি কিং কোবরাই ছিল। ডিএফও বলেছেন, 'কোবরা সাপেরা ধানখেতে থাকতে পছন্দ করে। গ্রামবাসীদের সাপ না ধরার অনুরোধ করা হচ্ছে। এটি শুধু বিপজ্জনক নয়, এটি বণ্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি অপরাধও।'

advertisement

রঘুনন্দন ভূমিজকে কামড়ানোর পরই গোটা এলাকায় খবর ছড়িয়ে যায়। বনকর্মীদের কাছেও গিয়েছিল সেই খবর। পরে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!

বাংলা খবর/ খবর/দেশ/
King Cobra Snake Bite Death: গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের! ভাইরাল ভিডিও দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল