দক্ষিণ অসমের বরাক ভ্যালির ধোলাইয়ের ঘটনা। ধানখেত থেকে কোবরাটিকে ধরার পর সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন রঘুনন্দন। গ্রামবাসীরাও উৎসাহ নিয়ে তাঁকে দেখছিলেন এবং মোবাইলে ভিডিও করে রাখছিলেন সেই ভয়ংঙ্কর দৃশ্য। হাতে সাপের মাথাটি চেপে ধরে, মাটিতে বসে সাপ ধরার গল্প বলছিলেন তিনি। গত রবিবারই সেই সাপটিকে ধরেছিলেন রঘুনন্দন ভূমিজ। তার পর থেকেই গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই কাহিনি বলছিলেন তিনি।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, সাপটিকে মুখের কাছে চেপে ধরেছিলেন রঘুনন্দন। গ্রামবাসীদের দেখাতে বার বার সাপটিকে খোঁচা মারছিলেন তিনি। কিন্তু সরীসৃপটি ঠিক সময়ের অপেক্ষায় ছিল। সুযোগ পেয়েই রঘুনন্দনকে ছোবল মারে কিং কোবরাটি। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। সাপের বিষে মারা যান রঘুনন্দন। কাছার জেলার বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, সাপটি কিং কোবরাই ছিল। ডিএফও বলেছেন, 'কোবরা সাপেরা ধানখেতে থাকতে পছন্দ করে। গ্রামবাসীদের সাপ না ধরার অনুরোধ করা হচ্ছে। এটি শুধু বিপজ্জনক নয়, এটি বণ্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি অপরাধও।'
রঘুনন্দন ভূমিজকে কামড়ানোর পরই গোটা এলাকায় খবর ছড়িয়ে যায়। বনকর্মীদের কাছেও গিয়েছিল সেই খবর। পরে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!