TRENDING:

Husband kills pregnant wife: নিজেকে নপুংসক ভাবত স্বামী, স্ত্রী গর্ভবতী হতেই ঘটালো নৃশংস কাণ্ড! তাজ্জব পুলিশ

Last Updated:

সম্প্রতি হরদোইয়ের একটি মাজারের কাছ থেকে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃত মহিলার নাম প্রীতি রাম সেবক (Husband kills pregnant wife)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরদোই: স্বামী ভাবতেন, তিনি পুরুষত্বহীনতায় ভুগছেন৷ তাই স্ত্রী দ্বিতীয়বার গর্ভবতী হয়ে পড়তেই স্বামীর সন্দেহ বেড়ে যায়৷ আর সেই সন্দেহের বশেই স্ত্রীকে নৃশংস ভাবে খুন করে বসলেন স্বামী (Husband murders Wife)৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) হরদোইয়ে৷ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সম্প্রতি হরদোইয়ের একটি মাজারের কাছ থেকে এক মহিলার গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ৷ মৃত মহিলার নাম প্রীতি রাম সেবক৷ মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁর স্বামী রামসেবককে গ্রেফতার করেছে৷ জেরায় স্বামী পুলিশকে যা জানিয়েছে, তা শুনে তাজ্জব পুলিশকর্তারাও৷

স্থানীয় পুলিশ সুুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, আট বছর আগে ওই দম্পতির বিয়ে হয়৷ তাদের একটি চার বছরের সন্তানও রয়েছে৷ যদিও সেই ছেলেকে নিজের বলে মানত না রামসেবক৷ কারণ রামসেবকের ধারণা ছিল সে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে অক্ষম৷

advertisement

আরও পড়ুন: 'নির্দোষ ডাক্তারদের হেনস্থা বন্ধ হোক', সুইসাইড নোট লিখে আত্মঘাতী মহিলা চিকিৎসক

ইদানীং প্রীতি তাঁর স্বামীর সঙ্গে কমই থাকতেন৷ এরই মধ্যে স্ত্রীর দ্বিতীয় বার গর্ভবতী হওয়ার খবরে সন্দেহ বাড়ে ওই ব্যক্তির৷ এই নিয়ে দম্পতির মধ্যে অশান্তিও শুরু হয়৷

আরও পড়ুন: ১৫ বছর ধরে বন্ধ থাকা দোকানের ভিতর থেকে মিলল মানুষের নাক, কান, মাথার খুলি !

advertisement

পুলিশ জানিয়েছে, গত ২৭ মার্চ রাম সেবক নিজের স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাজারে যায়৷ তাঁর যে অন্য কারও সঙ্গে সম্পর্ক নেই, মাজারে দাঁড়িয়ে সেকথা বলার জন্য স্ত্রীর উপরে চাপ দিতে থাকে সে৷ কিন্তু রাম সেবকের কথায় রাজি হননি প্রীতি৷ এর পরেই রাগের বশে ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে খুন করে সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

খুনের পর নিজের চার বছরের ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে রামসেবক৷ রক্তমাখা পোশাক ও খুনে ব্যবহৃত অস্ত্রও লুকিয়ে রাখে সে৷ তদন্তে নেমে সেসব উদ্ধার করার পাশাপাশি অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Husband kills pregnant wife: নিজেকে নপুংসক ভাবত স্বামী, স্ত্রী গর্ভবতী হতেই ঘটালো নৃশংস কাণ্ড! তাজ্জব পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল