আরও পড়ুন : গোয়ায় খারাপ ফল, হবে ময়নাতদন্ত! কী সিদ্ধান্ত নিলেন অভিষেক?
স্কুল ও কলেজে হিজাব পরার নিষেধাজ্ঞা বহাল রেখে, হাইকোর্ট আরও ঘোষণা করে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ইউনিফর্ম নির্ধারণ করার অধিকার রয়েছে এবং কলেজগুলিতে হিজাব পরার অনুমতি চেয়ে মুসলিম ছাত্রীদের দায়ের করা ৫ ফেব্রুয়ারির রিট পিটিশন (Hijab Row) খারিজ করে দেয় আদালত (Karnataka High Court)।
advertisement
আরও পড়ুন : "খড়গপুরে করে দেখান...", দিলীপ ঘোষকে 'বিরাট' চ্যালেঞ্জ ছুড়লেন বাবুল! কী সে কাজ?
বহু প্রতীক্ষিত হিজাব মামলার (Hijab Row) রায়দানের (Karnataka High Court) আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। রাজধানী বেঙ্গালুরুতেও ব্যাপক পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে।
বেঙ্গালুরুতে পুলিশ কমিশনার কমল পন্থ সমস্ত রকম জমায়েত, প্রতিবাদ কর্মসূচি বা উৎসব অনুষ্ঠান বাতিল করেছেন ২১ মার্চ পর্যন্ত। সোমবার সন্ধেয় হাইকোর্টের আধিকারিকদের সঙ্গে শীর্ষ পুলিশকর্তাদের বৈঠকের পরই এই নির্দেশিকা জারি হয়েছে। হিজাব কাণ্ডের মূল কেন্দ্র উদুপি এবং দক্ষিণ কন্নড়ে জেলা প্রশাসন সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে মঙ্গলবার।