বিহারে রেল অবরোধ, স্টেশনে ভাঙচুর এবং ট্রেনে আগুন লাগানোর কারণেই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল৷ পূর্ব মধ্যে রেলের অন্তর্গত রেল পথ এবং স্টেশনে বিক্ষোভের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, বিহারের সাসারাম এবং ভভুয়া স্টেশনের মাঝামাঝি মুম্বাই মেলে হামলা চালানো হয়েছে বলে খবর৷ পাথর, লাঠি এবং বন্দুক নিয়ে ট্রেনে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ প্রাণভয়ে কোনওক্রমে সিটের নীচে লুকিয়ে বসে থাকেন যাত্রীরা৷
advertisement
আরও পড়ুন: অগ্নিপথে বাড়ল বয়সের ঊর্ধ্বসীমা, চার বছর 'চাকরির' পর কী কী সুবিধে?
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- লালকুয়া এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, রাঁচি- পটনা পাটালিপুত্র এক্সপ্রেস, দানাপুর- টাটা এক্সপ্রেস, আসানসোল- টাটা এক্সপ্রেস, জয়নগর- হাওড়া এক্সপ্রেস, মালদহ টাউন- কিউল এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দেরিতে চলছে৷
আরও পড়ুন: অফিস টাইমে বনগাঁ শাখায় পর পর আটকে ট্রেন! চূড়ান্ত নাকাল নিত্যযাত্রী, কী নিয়ে সমস্যা?
অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভের মধ্যেই সেনায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পে যোগদানের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার৷ বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করা হল৷
অবিলম্বে অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা! কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি শুক্রবার অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করে জানান, বিজেপি ঘোষণার পরপরই এই প্রকল্পের নিয়ম সংশোধন করছে মানেই এটা স্পষ্ট যে, ‘তাড়াহুড়ো করে যুবকদের উপর অগ্নিপথ প্রকল্প চাপিয়ে দেওয়া’ হয়েছে। নতুন মডেলের এই নিয়োগের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মধ্যেই, বৃহস্পতিবার সরকার অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনা নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করেছে।