TRENDING:

হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি ! টিউশনের বন্ধু পলাতক

Last Updated:

17-Year-Old Girl Shot At Near Home By Tuition Mate In Faridabad: পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্যাম কলোনির বাসিন্দা ওই কিশোরীর নাম কণিষ্কা। গুলিটি কাঁধে লাগার পর তাকে গুরুতর অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফরিদাবাদ: সোমবার সন্ধ্যায় হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি এক কিশোরী আহত হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বল্লভগড় সিটি থানার অন্তর্গত শ্যাম কলোনিতে প্রায় বিকেল ৫টার দিকে।
হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি (Video screengrabs/Social Media)
হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি (Video screengrabs/Social Media)
advertisement

পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্যাম কলোনির বাসিন্দা ওই কিশোরীর নাম কণিষ্কা। গুলিটি কাঁধে লাগার পর তাকে গুরুতর অবস্থায় নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, নাবালিকাকে তার বাড়ির কাছে আক্রমণ করা হয়েছিল।

একটি গুলি তার কাঁধে লাগে, অন্যটি তার পেটে লাগে। অপরাধের পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন– ‘চিত্তাকর্ষক জয়’, ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসা প্রধানমন্ত্রীর, বাহবা ব্যক্তিগত পারফরম্যান্স, টিম ওয়ার্ক দুইকেই

ঘটনার একটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত টিউশনের বন্ধু হাতে পিস্তল নিয়ে নাবালিকার দিকে ছুটে আসছে, সেই সময়ে সে অন্য মেয়েদের সঙ্গে রাস্তায় হেঁটে যাচ্ছিল। এরপর তাকে মেয়েটির দিকে গুলি করতে দেখা যায়। পুলিশ অস্ত্রটি উদ্ধার করেছে।

advertisement

‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত কণিষ্কার পরিচিত। মেয়েটি অভিযুক্তকে চিনতে পেরেছে, সে তার মতো একই কোচিং সেন্টারে পড়ে,’’ ফরিদাবাদ পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। ‘‘আমরা একটি এফআইআর নথিভুক্ত করেছি। পুলিশ এবং অপরাধ শাখা অভিযুক্তদের খুঁজছে,’’ তিনি আরও যোগ করেন।

আরও পড়ুন– ‘আমি ভোর ৫টায় ঘুমাই…’, বলছেন শাহরুখ নিজেই, নায়কের ফিটনেসের গোপন রহস্য আপনারই বা অজানা থাকে কেন

advertisement

পুলিশ সোমবার জানিয়েছে, একটি পৃথক মামলায় ফরিদাবাদের একটি আদালত খেরি কালান গ্রামে ২০১৮ সালের শত্রুতার জের ধরে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

অতিরিক্ত দায়রা জজ সুরেন্দ্র কুমার একজন আসামিকে ৩০,০০০ টাকা এবং অন্য দু’জনকে ৩৫,০০০ টাকা করে জরিমানা করেছেন বলেও জানানো হয়েছে।

advertisement

পুলিশ বলেছে, ২০১৫ সাল থেকে খেরি কালান গ্রামে হেমরাজ এবং টেকচাঁদের নেতৃত্বে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল, প্রায়শই এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে মারামারি লেগেই থাকত।

পুলিশকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ২০১৮ সালের ১০ মে টেকচাঁদ গ্রুপের অশোক গলিরাম নামে এক ব্যক্তি বাড়ির বাইরে সিঁড়িতে বসে ফোনে কথা বলছিলেন, ঠিক তখনই গৌরব অত্রি এবং উমেশ নামে দুই মোটরসাইকেল আরোহী তাঁর কাছে আসেন।

বাইক থামলে পিছনে থাকা উমেশ অশোককে গুলি করেন। এরপর অভিযুক্তরা বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফরিদাবাদ পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে অশোক মারা যান।

সেরা ভিডিও

আরও দেখুন
সংসারের হাল ধরতে গৃহবধূ এখন টোটো চালক! গ্রামবাসীদের ভরসার জায়গা শ্যামলী
আরও দেখুন

প্রকাশ নামে যে ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন, তিনি বলেন যে হেমরাজ নামে এক ব্যক্তি কয়েকদিন আগে তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন এবং অশোককে হত্যার অভিযোগ তাঁর নামে এনেছিলেন।

বাংলা খবর/ খবর/দেশ/
হরিয়ানার ফরিদাবাদে ১৭ বছর বয়সি মেয়েকে বাড়ির কাছে গুলি ! টিউশনের বন্ধু পলাতক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল