অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের খবর করতে এসেছেন সাংবাদিকরা। ঘাঁটি গেড়েছেন জামনগরের অনুষ্ঠানস্থলের বাইরে। শুভ অনুষ্ঠানে এসে তাঁরা কি না খেয়ে থাকবেন? না। সাংবাদিকদের জন্যও খাবার পাঠাল আম্বানি পরিবার। সামনে এসেছে সেই ছবি।
সাংবাদিকদের ধোকলা, স্যান্ডউইচ, হল, জিলিপি, নমক প্যাঁড়া এবং জুস-সহ ঐতিহ্যবাহী গুজরাতি খাবার পরিবেশন করা হয়েছে।
প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে বলিউড অভিনেতা-অভিনেত্রী এবং বিশ্বের তাবড় শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের স্বাগত জানাতে সেজে উঠেছে জামনগর। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, রজনীকান্তের মতো বিখ্যাত সেলেব্রিটিরা সপরিবারে যোগ দেবেন অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন অজয় দেবগন, কাজল, সইফ আলি খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, করিশ্মা কাপুররাও।
advertisement
বলিউডের জমকালো উপস্থিতি ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক শিল্পপতিরাও। হাজির থাকবেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের হোমরা-চোমড়ারা।
১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত প্রাক বিবাহ অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির সঙ্গে গুজরাতি ঐতিহ্যের মেলবন্ধন দেখবেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।