Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে জামনগর বিমানবন্দর, ভিআইপি লাউঞ্জের ছবি অবাক করা
- Published by:Rachana Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জামনগর বিমানবন্দরের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, গোলাপি, কমলা আর নীল কাপড়ে ঢেকে ফেলা হয়েছে লাউঞ্জ চত্বর। সাজানো হয়েছে ফুল, মালায়।
জামনগর: জামনগরজুড়ে আজ সাজো সাজো রব। শুক্রবার থেকে শুরু হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ বাসর। অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে গোটা জামনগর। আসতে শুরু করেছেন দেশি-বিদেশি অতিথিরা। তাঁদের স্বাগত জানাতে ফুল-মালায় সাজানো হয়েছে জামনগর বিমানবন্দর। সেই ছবি চোখে দেখার মতো।
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জামনগর বিমানবন্দরের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, গোলাপি, কমলা আর নীল কাপড়ে ঢেকে ফেলা হয়েছে লাউঞ্জ চত্বর। সাজানো হয়েছে ফুল, মালায়। ভারতীয় ঐতিহ্য মেনে অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে রাখা হয়েছে দুটি প্রদীপ। সেখানে শোভা পাচ্ছে বিশাল পেইন্টিংও। মোতায়েন রয়েছেন নিরাপত্তা কর্মীরাও। আরেকটি ভিডিও-য় ভিভিআইপি লাউঞ্জের ছবিও সামনে এসেছে।
advertisement
advertisement
advertisement
জামনগরের সঙ্গে আম্বানিদের নাড়ির যোগ। এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক। জামনগর বিমানবন্দরে দৈনিক একক সংখ্যার বিমান অবতরণ করে। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষ্যে ১ মার্চ প্রায় ৫০টি বিমান অবতরণ করবে। আরআইএল শোধনাগারের রুট হিসেবে পুরো বিমানবন্দরটি তৈরি করছে রিলায়েন্স।
প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই শাহরুখ খান, সলমন খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, জাহ্নবী কাপুর, মানুষি চিল্লর, রানি মুখোপাধ্যায়, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মণীশ মালহোত্রা জামনগরে পৌঁছেছেন। এছাড়া সপরিবারে আসছেন আমির খান এবং রজনীকান্ত। স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে অংশ নেবেন অক্ষয় কুমার। অজয় দেবগন, কাজল, সইফ আলি খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, করিশমা কাপুররাও অনুষ্ঠানে যোগ দেবেন।
advertisement
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
advertisement
প্রাক বিবাহ বাসরে দেশি-বিদেশি অতিথিদের চাঁদের হাট। রিপোর্ট অনুযায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের তারকারা।
advertisement
প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 11:32 AM IST