TRENDING:

গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা! 'প্রমাণ' দিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের

Last Updated:

বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিদেশি নাগরিকরা। এই ভিডিওটি নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা সাকেত গোখলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি :  গুজরাতে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। গুজরাত বিজেপির তরফে একটি ট্যুইটার ভিডিও প্রকাশ করা হয়েছে। রাজ্য বিজেপির তরফে দলের অফিসিয়াল  হ্যান্ডেলে একটু ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি সভায় যোগ দিয়েছেন কয়েক জন বিদেশি নাগরিক। তাঁদের গলায় রয়েছে বিজেপির উত্তরীয়।
গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা!
গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা!
advertisement

একইসঙ্গে তাঁরা স্থানীয় সংবাদমাধ্যমে ব্যখ্যা করেছেন, বিজেপি জমানায় গুজরাতের কত উন্নয়ন হয়েছে। বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিদেশি নাগরিকরা। এই ভিডিওটি নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা সাকেত গোখলে। একইসঙ্গে বিজেপির ট্যুইটার হ্যান্ডেলের লিঙ্ক এবং ভিডিওটির স্ক্রিনশটে কমিশনের দেওয়া আবেদনে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: বাথরুমে বসে শ্রদ্ধাকে টুকরো করার ফাঁকে বিয়ার-সিগারেট খায় আফতাব, অর্ডার দেয় মুখরোচক খাবার!

advertisement

তাঁর অভিযোগ, এই পদক্ষেপের মাধ্যমে ভারতের জন প্রতিনিধিত্ব আইন ভঙ্গ করেছে বিজেপি। অবিলম্বে নির্দিষ্ট আইনে বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাকেত গোখলে। একইসঙ্গে ট্যুইটারে তিনি লিখেছেন, "আইন অমান্য করে বিদেশি নাগরিকদের নির্বাচনের কাজে ব্যবহার করছে বিজেপি। তাঁদের কথা শুনে মনে হচ্ছে রাশিয়ান। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে আইন লংঘন করা হয়েছে।"

advertisement

আরও পড়ুন: ঝগড়া লেগেছিল সংসার খরচ নিয়ে, রাগেই শ্রদ্ধাকে টুকরো টুকরো করে আফতাব: পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর ট্যুইটটি শেয়ার করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন। ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দু'দফায় ভোটগ্রহণ। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি আটকে গিয়েছিল ৯৯ আসনে, কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন। ভোট শতাংশের হারেও গেরুয়া শিবিরকে টেক্কা দিয়েছিল কংগ্রেস। জয়ী বিজেপি যেখানে পেয়েছিল ৪৯.০৫ শতাংশ ভোট, সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪১.৪৪ শতাংশ। ২০১৭ সালে গুজরাতে সরাসরি লড়াই হয়েছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে। তবে এবার এই দুই বড় দলের পাশাপাশি লড়াইয়ের ময়দানে নেমেছে আম আদমি পার্টি। ফলে ভোট কাটার আশঙ্কা রয়েছে কংগ্রেসের। সব মিলিয়ে গুজরাতের রাজনৈতিক উত্তাপ দিনে দিনে বাড়ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে বিজেপির প্রচারে বিদেশিরা! 'প্রমাণ' দিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল