নতুন GST ব্যবস্থায় চারটি স্ল্যাবের পরিবর্তে কেবলমাত্র ২টি স্ল্যাব রাখা হয়েছে৷ অর্থাৎ, বর্তমান GST ব্যবস্থায় যেখানে ভোগ্যপণ্যের বিভিন্ন ক্ষেত্রে ৫%, ১২%, ১৮% এবং ২৮%-এর পরিবর্তে বর্তমানে শুধুমাত্র ৫% এবং ১৮% স্ল্যাব রাখা হয়েছে৷ তবে বিলাসবহুল পণ্য ‘সিন গুডসে’র ক্ষেত্রে ৪০% পর্যন্ত লেভি রাখা হচ্ছে৷
advertisement
বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন ছয় সদস্যের মন্ত্রিগোষ্ঠী জিএসটি কাউন্সিলের নতুন জেনারেশনের জিএসটি প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন৷ এদিন বৈঠক শেষে স্রাট চৌধুরী বলেন, ‘‘কেন্দ্রের দুই প্রস্তাবেই মেনে নিয়েছে GoM৷’’ পাশাপাশি, বিলাবহুল গাড়িকে ৪০% লেভির আওতায় আনা হয়েছে৷
এই GST ব্যবস্থায় ৯৯% পণ্য যা বর্তমানে ১২% করের আওতায় পড়ে তা ৫%-র স্ল্যাবে চলে যাবে৷ আবার ৯০% পণ্য যা এতদিন ২৮% আওতায় পড়ত, তা ১৮%-এর স্ল্যাবে যাবে৷ ফলে কর কমলে, দামও কমার পরিস্থিতি তৈরি হবে৷ দাম কমলে মানুষের মধ্যে তার বিক্রি বাড়বে, ফলে বাজার চাঙ্গা হবে৷
আরও পড়ুন: ওইটুকু দেশ..এত সাহস! ভারত-চিনের মাঝে, নাক গলাচ্ছে নেপাল…বলছে নাকি কালাপানি, লিপুলেখ ওদের!
এদিন দিনের প্রথমের দিকে মন্ত্রিগোষ্ঠীর প্যানেলের সামনে GST পুনর্বিন্যাস সংক্রান্ত বক্তব্য পেশ করেন GST কাউন্সিলের প্রধান তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ তিনি বলেন, ‘‘এই ব্যবস্থা সাধারণ মানুষ, চাষি, মধ্যবিত্ত এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন সহজ করবে, স্বচ্ছ করবে৷ এটি একটি বৃদ্ধি-ভিত্তিক কর ব্যবস্থা৷’’
ছয় সদস্যের এই মন্ত্রিগোষ্ঠীর মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খন্না, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কর্ণাটকের শুল্ক মন্ত্রী কৃষ্ণা বের গৌড়া এবং কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপাল৷
শুধু GST পুনর্বিন্যাসই নয় এদিন স্বাস্থ্য ও জীবন বিমা থেকে GST একেবারেই তুলে দেওয়ার প্রস্তাব দেন সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী৷ এই বিষয়টিও বিবেচনা করার কথা জানিয়েছে GST কাউন্সিল৷
