Vice President Election: সনিয়া-খড়্গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা...INDIA জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বি সুদর্শন রেড্ডি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে মনোনয়ম পত্র জমা দিলেন INDIA জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বালাকৃষ্ণণ সুদর্শন রেড্ডি৷ মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷
কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷ এর মাঝেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ার তোড়জোড়৷ ক্রমে সামনে এল তারিখ৷ আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপ রাষ্ট্রপতি নির্বাচন৷
advertisement
advertisement
INDIA alliance Vice-Presidential nominee, former Supreme Court Judge B Sudershan Reddy files his nomination in the presence of Congress president-Rajya Sabha LoP Mallikarjun Kharge, Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and Lok Sabha LoP Rahul Gandhi. pic.twitter.com/FdJiGMmpr4
— ANI (@ANI) August 21, 2025
advertisement
আরও পড়ুন: ওইটুকু দেশ..এত সাহস! ভারত-চিনের মাঝে, নাক গলাচ্ছে নেপাল…বলছে নাকি কালাপানি, লিপুলেখ ওদের!
উপরাষ্ট্রপতি পদে বরাবরই নিজেদের ‘আস্থাভাজন’ কারওকে চাইছিল বিজেপি৷ সেই মতো সামনে আসে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের নাম৷ অপরদিকে, ইন্ডিয়া জোটের তরফে উপ রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছে ৭৯ বছরের সুদর্শন রেড্ডির নাম৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি৷
advertisement
মনোনয়ন জমা দেওয়ার আগে নয়াদিল্লির প্রেরণাস্থলে যান সুদর্শন রেড্ডি৷ বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 21, 2025 12:29 PM IST