Vice President Election: সনিয়া-খড়্গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা...INDIA জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বি সুদর্শন রেড্ডি

Last Updated:

কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷

বি সুদর্শন রেড্ডি., সিপি বালাকৃষ্ণণ
বি সুদর্শন রেড্ডি., সিপি বালাকৃষ্ণণ
নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে মনোনয়ম পত্র জমা দিলেন INDIA জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বালাকৃষ্ণণ সুদর্শন রেড্ডি৷ মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷
কেন্দ্রীয় সরকারের সঙ্গে চোরা টানাপড়েনের কারণে অসুস্থতার কারণ দর্শিয়ে হঠাৎ করেই দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়৷ তারপর তা নিয়ে চর্চা চলল তুমুল৷ এর মাঝেই অবশ্য শুরু হয়ে গিয়েছিল পরবর্তী উপ রাষ্ট্রপতি নির্বাচনী প্রক্রিয়ার তোড়জোড়৷ ক্রমে সামনে এল তারিখ৷ আগামী ৯ সেপ্টেম্বর দেশের উপ রাষ্ট্রপতি নির্বাচন৷
advertisement
advertisement
advertisement
উপরাষ্ট্রপতি পদে বরাবরই নিজেদের ‘আস্থাভাজন’ কারওকে চাইছিল বিজেপি৷ সেই মতো সামনে আসে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের নাম৷ অপরদিকে, ইন্ডিয়া জোটের তরফে উপ রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়েছে ৭৯ বছরের সুদর্শন রেড্ডির নাম৷ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন তিনি৷
advertisement
মনোনয়ন জমা দেওয়ার আগে নয়াদিল্লির প্রেরণাস্থলে যান সুদর্শন রেড্ডি৷ বি আর অম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election: সনিয়া-খড়্গেকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা...INDIA জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বি সুদর্শন রেড্ডি
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement