TRENDING:

Coromandel express accident: তড়িদাহত হয়েও মৃত্যু বহু যাত্রীর, জিআরপি FIR-এ সরাসরি আঙুল রেলের গাফিলতির দিকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর: একদিকে মালগাড়ি, মাঝখানে করমণ্ডল এক্সপ্রেস, সঙ্গে আবার উল্টো দিক থেকে আসা বেঙ্গালুরু- হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। তিনটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের অভিঘাতেই ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷
ভয়াবহ দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
ভয়াবহ দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ ছবি- পিটিআই
advertisement

অন্তত এমনটাই জানা গিয়েছিল এতদিন পর্যন্ত৷ কিন্তু বুধবার সামনে আসা এক সরকারি নথিই বলছে, শুধুমাত্র ভয়াবহ সংঘর্ষের অভিঘাতে পাওয়া আঘাত নয়, করমণ্ডল এবং যশবন্তপুর এক্সপ্রেসের বহু যাত্রীই তড়িদাহত হয়ে প্রাণ হারিয়েছেন৷ এই তথ্যই প্রমাণ করছে, কতটা নিষ্ঠুর ভাবে প্রাণ হারিয়েছেন দুই এক্সপ্রেস ট্রেনের অসংখ্য যাত্রী৷

আরও পড়ুন: যাত্রাপথে ফের বিপত্তি, ৬ শ্রমিকের মৃত্যু! বাহনাগা পৌঁছনোর আগেই থমকে গেল করমণ্ডল

advertisement

ভয়াবহ এই দুর্ঘটনার পরই বালাসোর জিআরপি-র এসআই পুপু নায়েক একটি অভিযোগ পত্র দায়ের করেন৷ সেখানে তিনি উল্লেখ করেছেন, দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীদের নিয়ে বাহানাগা বাজার স্টেশনে পৌঁছন তিনি৷ সেখানেই তিনি দেখেন, কী ভয়াবহ অবস্থায় ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে দুটি যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির একের পর এক কামরা৷

ওই অভিযোগপত্রেই জিআরপি-র এসআই পুপু নায়েক দাবি করেছেন, ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়া বগিগুলির মধ্যে আটকে থেকে অসংখ্য কয়েকশো মানুষ আহত এবং মৃত অবস্থায় পড়েছিলেন৷ ওই এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা মালগাড়ির উপরে উঠে গিয়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস৷ আর তার জেরেই ছিঁড়ে পড়ে বিদ্যুৎবাহী ওভারহেড তার৷ সেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসেও বহু যাত্রী প্রাণ হারান বলে অভিযোগপত্রে দাবি করেছেন রেল পুলিশের ওই আধিকারিক৷

advertisement

একই সঙ্গে, এই বিপর্যয় এবং তার জেরে কয়েকশো মানুষের আঘাত ও প্রাণহানির জন্য রেলের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন ওই জিআরপি অফিসার৷ তবে নির্দিষ্ট ভাবে কারা এই দুর্ঘটনার জন্য দায়ী, তা তদন্তেই উঠে আসবে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে৷

পিটিআই-এর একটি প্রতিবেদনেও দাবি করা হয়েছে, ওড়িশার এই ট্রেন দুর্ঘটনায় তড়িদাহত হয়ে অন্তত চল্লিশ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷

advertisement

আরও পড়ুন: আবার রেল দুর্ঘটনা! ১৫টি বগি ছিটকে পড়ল, উপড়ে গেল লাইন! ভয়ঙ্কর ঘটনা

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের শুরু থেকেই মানুষের হাত দিয়ে হওয়া কোনও ভুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে৷ কারণ যেভাবে রেল লাইন বদলের পয়েন্টে ভুল থাকার জন্য মেন লাইন ছেড়ে করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে পড়ে, তা কোনও মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ছাড়া সম্ভব নয় বলেই প্রাথমিক ভাবে মনে করছে রেল মন্ত্রক৷ রেল মন্ত্রীর কথাতেও সেই ইঙ্গিত মিলেছে৷ মূলত সেই কারণেই রেলওয়ে সেফটি কমিশনার ছাড়াও এই দুর্ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে বাহানগর বাজার স্টেশনে পৌঁছে তদন্তও শুরু করে দিয়েছে সিবিআই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বালাসোর জিআরপি-র এসআই পুপু নায়েকের দায়ের করা অভিযোগেও সেই রেল কর্মীদের গাফিলতির দিকেই ইঙ্গিত করা হয়েছে৷ পাশাপাশি, তড়িদাহত হয়েও যে বেশ কিছু মানুষের ওই দিন মৃত্যু হয়, সেই তথ্যও সামনে এল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel express accident: তড়িদাহত হয়েও মৃত্যু বহু যাত্রীর, জিআরপি FIR-এ সরাসরি আঙুল রেলের গাফিলতির দিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল